সাদা মনের মানুষ বা আলোকিত মানুষ কাকে বলে আমি জানি না। এমনকি মানুষের কোন সংজ্ঞাও আমার কখনো মনঃপূত হয়নি। আমার আব্বুকে বলতে শুনেছি " 'মান' আর 'হুশ' যার আছে সেই মানুষ"। কলেজে(চিটাগাং ইউনিভার্সিটি কলেজ) মোজাম্মেল স্যার একটা সংজ্ঞা অনেকবার বলেছেন "চ্যাপ্টা নখওয়ালা লোমশ দ্বীপদ জন্তুকে মানুষ বলে" (বোধহয় প্লেটোর দেয়া... মনে নেই পুরোপুরি)। তারপর আমি ধরে নিয়েছি "সংজ্ঞায়ন প্রক্রিয়াটি যে প্রাণীর সাথে খাপ খায়না তাকে মানুষ বলে"।
উপরের লিংকটাতে যারা এখনো ক্লিক করেননি তারা আগে উপরের লিংকে ঘুরে আসুন। একজন মানুষের সাথে পরিচয় হবে । যদিও আমি,আমরা নিজেকে মানুষ দাবী করলে উনি অবশ্যই মানুষ না ।
একজন মাদ্রাসা শিক্ষক (রণজিৎ কুমার) , যিনি মাদ্রাসাতে ইংরেজি পড়ান এবং যেহেতু মাদ্রাসা পুরোপুরি অবৈতনিক তার উপর এমপিও ভুক্তও না ফলে কোন শিক্ষক কোন প্রকার বেতন পান না। অন্যান্য শিক্ষকদের ফ্যামিলি সাপোর্ট করার মত যাও কিছু বন্দোবস্ত আছে উনার তাও নেই।
তাই উনাকে মাঠে কামলা খাটতে হয়(শব্দচয়নে কেউ কষ্ট পেলে আমি সফল , ব্যাপারটা ইচ্ছাকৃত)। তারপরো উনি শিক্ষকতা ছাড়েননি,সংগ্রাম ছাড়েননি।
শিক্ষকতা মহান পেশা , কৃষিকাজে(কায়িক শ্রমে) অসম্মানের কিছু নেই, অনেক জায়গায় পড়েছি,শুনেছি। আপনার কাছ থেকে প্রথম দেখলাম। জীবনে মানুষ অনেক দেখেছি, অমানুষও ঢের দেখেছি।
মহামানবের জীবনী পড়েছি, গল্প শুনেছি , আমার জীবদ্দশায় কোন মহামানব বেঁচে আছেন জানা ছিল না। জানলাম।
স্যার আপনার প্রতিষ্ঠানের পাশের হার ৬০-৭০ শতাংশ হবার পরও ওই এমপিও না কি অইসব আপনাদের কপালে জুটেনি। আপনার জীবন অনেক কষ্টসংকুল , বৈষয়িক কোন অর্জনও নেই । কিন্তু কসম আসমান জমীনের যিনি মালিক তার, কসম আমার জন্মদাত্রী মায়ের, আমি একজন নোওয়ান, জীবনে যেখানেই যাই না কেনো মহামানব টাইপের কোন শব্দের মুখোমুখি হলে আপনাকে স্মরণ করে সম্মান জানাবো,আর কোন শিশু যদি জিজ্ঞেস করে "মানুষ কি?" আপনার কথা বলবো।
পি.এসঃ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রণজিৎ স্যারের মতো মানুষের মত মানুষ আছে বলেই আমরা মানুষেরা একদিন অনেকদূর যেতে পারবো। ওনাদের কেউ মনে রাখবে না , তথাকথিত ব্যর্থ হিসেবেই হয়ত ওনারা বেঁচে আছেন, একদিন মারা যাবেন কিন্তু পৃথিবীর বুকে মানুষ নামের প্রাণীর মহত্ত্বম নিদর্শন হিসেবে ওনাদের মত মানুষদের আমার মত অনেক নোওয়ান জীবনের চলার পথে আলো হিসেবে গ্রহণ করে নেবে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।