আমাদের কথা খুঁজে নিন

   

নরকে সাঈদীর কয়েকদিন...

অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন,তাহার বক্ষে বেদনা অপার; সাঈদীর ফাঁসির রায় কার্যকর হওয়ার মাসখানেক পর...... হন্তদন্ত হয়ে ঈশ্বরের কক্ষে প্রবেশ করলেন নরকের সুপারভাইসর... ঈশ্বরঃ কি হেতু তোমার আগমন সুপারভাইসর? এস,ভিঃ প্রভু নরকের হাবিয়া ইউনিটের সকলে বিদ্রোহ করতেছে... ঈশ্বরঃ কেন?কি চায় তারা?এতদিন ধরে নরকে আছে সবাই...হঠাৎ কি নিয়ে এমন গন্ডগোল যে তোমাকে আমার কাছে আসতে হলো? এস,ভিঃ প্রভু সবাই হাবিয়া ইউনিট থেকে ট্রান্সফার চায়...সাঈদী নামের একজন রাজাকার আসার পর থেকে এই অবস্থার শুরু... ঈশ্বরঃ কি এমন করল সাঈদী যে একসাথে সবাই ট্রান্সফার চাইতেছে? এস,ভিঃ না মানে প্রভু...ওই হারামজাদা আসার পর থেইক্যা সবার উপর খালি মেশিন চালাইতেছে...কিছুতেই থামানো যাইতেছে না...হাবিয়া ইউনিটের সবাই খুব আতঙ্কে আছে...তাদের দাবি দুনিয়াতে নরকের অনেক আযাবের বর্ণনা থাকলেও সাইদীর মেশিনের বর্ণনা দেয়া হয় নাই...কাজেই তাদের ট্রান্সফার চাওয়া যুক্তিসঙ্গত... ঈশ্বরঃ ওদের যুক্তি অকাট্য...ঠিক আছে সাঈদী বাদে বাকি সবাইকে অন্য ইউনিটে ট্রান্সফার করে দাও... সপ্তাহখানেক পর আবার সুপারভাইসর এলেন ঈশ্বরের কক্ষে... ঈশ্বরঃ আবার কি হল সুপারভাইসর? এস,ভিঃ না মানে প্রভু এবার হাবিয়া ইউনিটের প্রহরীরা বিদ্রোহ করতেছে...ওরাও ট্রান্সফার চায়... ঈশ্বরঃ কেন?ওদের আবার কি হলো? এস,ভিঃ ইয়ে মানে প্রভু সাঈদী হারামজাদার মেশিন... ঈশ্বরঃ থাক থাক আর বলতে হবে না...একটু পরেই নিজামি,মুজাহিদরা আসবে...ওদেরও ফাঁসি হইতেছে...ওদেরে আইনা হাবিয়া ইউনিটে সাঈদীর মেশিনের সামনে ছাইড়া দিলেই হবে...তোমার সব প্রবলেম খতম... (মোরালঃ ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে...জামাতে ইসলামি ১৯৭১ সালে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে ফায়দা নিয়েছে...১৯৮৮ সালে এবং ২০০১-০৬ পর্যন্ত অসংখ্য হিন্দু মুসলিম দাঙ্গার সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করেছে...সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে দেশে এখন এমনি একটি পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে জামাত শিবির...সরকারের উচিত আজকের ব্যাপক সহিংসতার জন্য দায়ী জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি এদের সকল অর্থের উৎস চিহ্নিত করে বাজেয়াপ্ত করা...সহিংসতার সাথে সম্পৃক্ত সকলকে শাস্তির আওতায় আনা এবং রবি ও সোমবারের হরতালের সময় যাতে আর কোন সহিংসতার ঘটনা না ঘটে তা নিশ্চিন্ত করতে প্রয়োজনে জরুরী অবস্থা ঘোষনা করে সামরিক বাহি মোতায়েন করা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.