আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্গ থেকে নরকে এলাম

জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি।

অবশেষে আমাকেও আসতে হলো স্বর্গ থেকে নরকে। অবশ্য আপাত: চিরজীবনের জন্য নয়,শুধুমাত্র একবছরের জন্য। তিনদিন হলো নরকে আছি। কেমন যেন মনে হয়, সকালে ঘুম হতে জেগে সূর্য দেখি না।

শিশির ছোয়া ঘাস নাই। শরতের আকাশ দেখি না। দিনের বেলা যে দিকে তাকাই শুধু মানুষ আর মানুষ! অবাক হই,এত মানুষ কি করে এখানে? হয়তো স্রেফ সময়ের প্রয়োজনে। আমার স্বর্গে যেখানে দশ টাকা দিয়ে শহর ঘুরতে পারা যায়,এখানে ঠিক তার বিপরীত ২০০ টাকার বিনিময়েও ১কি:মি ২কি:মি যেতে চায় না সিএনজিওয়ালারা, বরং মনে হয় কোন বিপদে পড়ে তার কাছে সাহায্য প্রার্থনা করছি। এই নরকে আর থাকতে মন চায় না।

আমি ফিরে যেতে চাই আমার স্বপ্নের শহরে। যেখানে চাঁদনীরাতে নদীর জল ঝিকিমিকি করে। দখিনা বাতাস ক্লান্তি দূর করে দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.