*নিশ্চই নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে দূরে রাখে।
সূরা আনকাবুত-৪৫
*তোমরা পিতামাতার সহিত স্বদব্যবহার করিও,তাহাদিগকে দুঃখ-কষ্ট দিও না,তাহাদের সন্মান রক্ষা করিয়া কথা বলিও,তাহাদিগকে বৃদ্ধ বয়সে তিরস্কার করিও না,তাহাদের সহিত সন্মানসূচক কথা বলিও।
(সূরা আনকাবুত-৮,সূরা বনি ইসরাইল-২৩,সূরা আহকাফ-১৫,সূরা বকর-৮৩)
*তোমরা সুন্দর, মার্জিত ও নম্র ভাষায় কথা বলিও ।
(সূরা নহল-১২৫)
*অহংকারী ও দাম্ভিক হইও না।
(সূরা নেছা-৩৬,সূরা লোকমান-১৮)
*আল্লাহ সৎকর্মশীল , ধৈর্যশীল ও সংযমশীলকে ভালবাসেন।
(সূরা বকর-১৫৩,সূরা হুজরাত-১৩,সূরা নহল-১২৮,সূরা হাশর-৯)
*আল্লাহ কোন অশ্লীল, অপ্রয়োজনীয় ও মন্দ কাজের আদেশ করেন না।
(সূরা আরাফ-২৮)
*অপব্যয় ও অপচয় করিও না।
(সূরা আরাফ-৩১,সূরা তাহা-৮১)
*আত্নীয়-স্বজন, দুঃস্থ, এবং আল্লাহর কাজে নিযুক্ত পথিকদের তাদের প্রাপ্য দিয়া দিও ।
(সূরা বনি ইসরাইল-২৬)
*মাদক দ্রব্য ও জুয়াখেলা উভয়ই পাপ ও ক্ষতিকর।
(সূরা বকর-২১৯)
*মোনাফেকী ও বিশ্বাসঘাতকতা করিও না।
(সূরা নেছা-১০৬,১০৭)
*কৃপনতা করিও না।
(সূরা এমরান-১৮০,সূরা মোহাম্মদ-৩৮)
*মীমাংসাই উত্তম।
(সূরা নেছা-১২৮)
*রাগ দমন করিও।
(সূরা আল ইমরান-১৩৪)
*নিশ্চই আল্লাহ অত্যাচারীকে ভালবাসেন না।
(সূরা শুরা-৪০)
*সৎ কাজে সাহায্য করিও এবং অন্যায় কাজে সাহায্য করিও না।
(সূরা মোজাদেলা-৯,১০/সূরা মায়েদা-২)
*আমি কুরআনে তোমাদের জন্য অনেক কল্যানকর কথা বলেছি। তোমরা উহার খোঁজ কর ও উহা অনুসরণ কর।
(সূরা আম্বিয়া-১০,সূরা আরাফ-১৭১)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।