আমাদের কথা খুঁজে নিন

   

সালা কালপিট,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



এসইসির সদস্য মনসুর আলমের পদত্যাগ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জ্যেষ্ঠ সদস্য মনসুর আলম পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার তিনি কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মনসুর আলম গতকাল দুপুরে তাঁর কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখানো হয়েছে বলে তিনি জানান।

এসইসি সূত্রে জানা যায়, আগের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর মনসুর আলমকে ছয় মাস আগে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু পুনর্নিয়োগের চুক্তি এখনো হয়নি। এদিকে গত বছরের ১৫ ডিসেম্বর মনসুর আলমকে কমিশনের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিভাগগুলো হলো সার্ভিল্যান্স, সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেটস অ্যান্ড ইস্যুয়ার কোম্পানিজ (এসআরএমআইসি) এবং প্রশাসন ও অর্থ। এর আগে ১২ ডিসেম্বর হাইকোর্ট এসইসির সদস্য হিসেবে মনসুর আলমকে অযোগ্য ঘোষণা করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

অর্থসচিব, এসইসি, মনসুর আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওই রুলের জবাব দিতে বলা হয়। এসইসির সদস্য হিসেবে মনসুর আলমকে অযোগ্য ঘোষণার নির্দেশনা চেয়ে এক বিনিয়োগাকারীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করেন। রিট আবেদনে বলা হয়, এসইসি অর্ডিন্যান্স ১৯৬৯-এর ২০(এ)-তে শুধু কমিশনকে নির্দেশনা ইস্যু করার ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু মনসুর আলম ৬ ও ৭ ডিসেম্বর দুটি নির্দেশনা জারি করেন, যা ছিল ক্ষমতার অপব্যবহার।

কমিশন আইন-১৯৯৩-এর ৬ ধারায় চেয়ারম্যান বা সদস্যদের অযোগ্যতার বিষয়ে বলা আছে। এ অনুসারে মনসুর আলম ক্ষমতার অপব্যবহার করে জারি করা নির্দেশনা দুটি জনস্বার্থের পরিপন্থী, তাই তিনি কমিশনের সদস্যপদে থাকার অযোগ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.