আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় মডারেটর ... আস-সালা-মু-আলাই-কুম-ওয়া-রহমাতুল্লাহি

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি যে সব কৌতূহলে সন্দেহ নেই মাত্র ....

অত্যন্ত হতাশার সাথে জানাচ্ছি যে, আপনি আমাকে এখনও ওয়াচ এ রেখেছেন তার কারণ আমার কাছে অজানা। ব্লগের যে নীতিমালা আছে তার কোনটির লন্ঘন আমার দ্বারা হয়নি এটি নিশ্চিত। কিন্তু ৭ দিনের জায়গায় আপনি ৩ সপ্তাহের বেশি সময় ধরে আমাকে ওয়াচ এ রাখায় আমি খুবই হতাশ হয়েছি। রেজিঃ করলেই লেখা যায় এমন ই মনে করেছিলাম তাই ৭ দিন খুব লম্বা সময় মনে হয়েছিল, আর এখন ৩ সপ্তাহ তো আরও খারাপ অনুভুতি তৈরি করছে। যাই হোক আমি নতুন তাই এই ব্লগের তেমন কিছুই বুঝিনা। আমি কি লেখা পোষ্ট করার অনুমতি পাব ??? আর আমি কেমন ব্লগার তা তো আমার মন্তব্য করা দেখেই আপনারা বুঝতে পারবেন, আর তাই আমি যদি কোন মন্তব্য ই না করি তা হলে আপনারা এভাবে কি করে একজন নতুন ব্লগারকে পর্যবেক্ষণ করবেন ??? আমি যেন আমার লেখা সবাইকে জানাতে পারি সেই আবেদন জানাচ্ছি । ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.