নাই
সামুতে দ্বিমতকারীদের গ্রুপ আক্রমন করে (প্লাস মাল্টি নিক!) ব্লগ ছাড়া করা সাধারন ঘটনায় পরিনত হয়েছে। আর তা যে ঠিক কতটা কর্দয় হতে পারে সুস্থ মাথার মানুষ চিন্তাও করতে পারবে না! আর যেখানে সামু দেশের সব চেয়ে বড় ব্লগ প্ল্যাটফর্ম সেখানে কিনা চলে এই সব নিম্ন বুদ্ধির বিকৃত মানুষদের গালাগালির উলঙ্গ নৃত্য! এদের সাথে টিকতে হলে হয় ওদের মত হতে হবে নয়তো উচিত সম্পুর্ন নগন্য মনে করে পাত্তা না দেয়া। আমার মত সাধারন মানের ব্লগারদের জন্য সব অপশন খোলা থাকে। সবাই কি তা পারে, চুপ থাকতে?
সামুতে সবচেয়ে দায়িত্বশীল, সুলেখক হিসাবে সর্বাগ্রে আমি জুল ভার্ন এর নাম বলবো। আর উনার ব্যাক্তিগত জীবনের সাফল্য গাথা নিয়ে বলতে গেলে ধারাবাহিক পোস্ট দিতে হবে।
আজ সকালে এই প্রবল জনপ্রিয় ব্লগারের ব্লগে ঢুকে দেখি উনি তার সকল লেখা মুছে ফেলেছেন। এটা মনে হয় আমার ব্লগ জীবনে দেখা সব চাইতে মর্মান্তিক ঘটনা। কি হয়েছে সহজেই অনুমেয়। সামুর সংঘবদ্ধ ব্লগার থুনির দল আর একটি সমৃদ্ধশীল ব্লগকে হত্যা করলো। হত্যার পর দেশের দুর্ণীতিবাজ পুলিশের মত অবৈধ অস্ত্র রাখার মত কাহিনী সাজাচ্ছে ...বলছে সে সন্ত্রাসী ছিল।
বলুনতো সেই অবৈধ অস্ত্রটা কি? "ছাগু" বা "ছাগু বান্ধব" ট্যাগিং! আর যথারীতি আইন বিভাগ/সররাষ্ট্র মন্ত্রানালয় (সামুর পরিচালকবৃন্দ) থাকবে নিরব। উল্টা তাঁদের এই বিনা পয়সায় ভাড়া থাটা টোকাইগুলোকে সুযোগ করে দেয়ার প্রবল অভিযোগ আছে। আমি বলি তারা মানুষ চিনতে ভুল করছে। যার ফলাফল ভাল কখনই হবে না। সামুর সব চেয়ে বড় শক্তি এখন কোয়ানটিটি! কোয়ালিটি নয়! এই টোকাইগুলো সামুকে কোথায় নিয়ে ঠেকায় দেখার বিষয়!
দেশের সমস্যা আছে তবু আমরা এসব ঠেলে এগিয়ে যাবার স্বপ্ন দেখি।
হাজারো সমস্যার মাঝে কিছু মানুষের ছোয়া, কিছু মূহুর্ত আমাদের সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগায়। জানি এর সংখ্যা খুব কম। তাই খুব বিচলিত হয়ে পরি এই অল্প কিছু মানুষকেই আমরা এইভাবে দূরে ঠেলে দিচ্ছি।
আমি হয়তো গালাগালি করে টিকে থাকবো.......
কিন্তু "জুল ভার্ন" এর মত ব্লগার সম্মানিত মানুষের পক্ষ সম্ভব হয়নি টিকে থাকার।
প্রিয় ব্লগার "জুল ভার্ন" কে বলছি - টোকাইদের আক্রমনকে অবজ্ঞা করে ফিরে আসুন
জুল ভার্ন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।