আমাদের কথা খুঁজে নিন

   

বির্তকিত প্রশ্ন

হাতছানি দেয় দূরে কেউ আমারে

আগামী কাল ভোট কিন্তু কতকগুলো প্রশ্ন কেউ জিজ্ঞেস করলে যে রকম কনফিশন কিংবা লজ্জাকর পরিস্থিতির সৃষ্টি হয় তা কারো সঙ্গে না হলে সে বুঝতে পারবে না। প্রশ্নগুলো এরকম ১. ভাই কাল তো ভোট, আপনি কাকে ভোট দিচ্ছেন? ২. আপনি কোন দলকে সার্পোট করেন ? ৩. এবার কোন প্রার্থী আপনাকে কত দিল? ৪. কেন তাকে ভোট দিলেন? ৫. যে প্রার্থী সে আপনার কে হয়? আসেন বিস্তারিত জেনে নেয়- লজ্জ্বকর ও বিবর্তকর পরিস্থিতিতে কখন পরবেন-- >> পাশাপাশি দুই প্রার্থীর লোকজনই আছে ঠিক সে সময় যদি আপনাকে ১নং প্রশ্ন করা হয়!! >> হোটেলের সবার সামনে যদি আপনাকে ২নং প্রশ্ন করা হয়!! >> মশকরা করেই হোক কিংবা ইচ্ছে করেই হোক ৩নং প্রশ্ন করলে যে কেউ লজ্জাকর অবস্থায় পরবে!! >> ৪নং প্রশ্ন যদি করে তবে যে কেউ হইতো বলবে যোগ্য ও ভাল বলেই ভোট দিয়েছি। কিন্তু যদি প্রশ্নদাতা তার চরিত্র নিয়ে .............. টানাটানি করে তখন আপনি অবস্যই বিবর্তকর অবস্থায় পরবেন। >> অনেকে ৫নং প্রশ্ন হঠাৎ করে বসে এতে অনেকে বিবর্ত এর মধ্যে পরে যায়!! এরমধ্যে সবচেয়ে এই প্রশ্ন টা করা কারই ঠিক না, আমার মনে হয়!! * ভোট টা কাকে দিলেন ??* ডেমো -১ এর আগে ভোটের দিন আমি রাস্তায় চা'র দোকানে বসে চা খাচ্ছি। দুই বন্ধু গল্প করছে তুই কাকে ভোট দিয়েছিস, এ কথা সে কথা হতে হতে হঠাৎ করে দুইজনের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায় সেটা মারামারিতে রুপ নেই। এ বলে তোর প্রার্থী ভাল না ও বলে তোরটা ভাল না! তোরটা তো ঘুষখর এরকমসহ নানা কথাবার্তা। তাদের মারামারিতে এদলের সাপোটার রা ও দলের সার্পোটার মহৃতের মধ্যে হাজির!! তাদের ঝগড়াটা আরো ভয়াবহ রুপ নিল। পরে পুলিশ এসে ঝগড়াটার অন্তিম সংস্কার করলো। আমি শুধু এটাই বলতে চাই দয়া করে কে কাকে ভোট দিল, কেনই বা দিল এসব প্রশ্ন কাউকে করা আমার মনে হয় উচিত না!! এবং আপনাদের কাছে প্রার্থনা প্রশ্নগুলো না করার জন্য!! এতে বেশীর ভাগ মানুষ বিবর্ত অবস্থায় পরে যায়!! প্লিস, দয়া করে করবেন না!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.