আমাদের কথা খুঁজে নিন

   

সম্ভবত ওনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বির্তকিত প্রধান বিচারপতি হতে যাচ্ছেন

জীবনের এত গভীরে প্রবেশ করে কি লাভ, জীবনটা হউক হুমায়ুন আহমেদের সাহিত্যের মত !

হাইকোর্টের কজলিস্ট (দৈনন্দিন কার্যতালিকা) তৈরি এবং নির্দিষ্ট বিচারপতিদের দিয়ে মামলা শুনানির ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করলেন সরকার সমর্থিত আইনজীবী নেতৃবৃন্দ। বিশেষ করে আগাম জামিন এবং ফৌজদারি মামলার শুনানিতে প্রধান বিচারপতির ভূমিকায় তারা ক্ষুব্ধ। প্রধান বিচারপতির সাথে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের জন্য তারা আইনমন্ত্রী এবং এটর্নি জেনারেলকে দায়িত্ব দিয়েছেন। বিএনপি সমর্থক আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ গত ক'দিন ধরেই এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে আসছে। গত ১৮ জানুয়ারি অবস্থান কর্মসূচি পালন করে তারা প্রধান বিচারপতিকে সাতদিনের আল্টিমেটামও দিয়েছেন।

আওয়ামী সমর্থক আইনজীবীরা ওই সব কর্মসূচিতে অংশ না নিলেও পৃথক সভায় তাদের ক্ষোভের কথা জানালেন। শনিবার দুপুরে বার কাউন্সিল অডিটোরিয়ামে আইনজীবী সমন্বয় পরিষদের এ সভাটি হয়। পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম আমির-উল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, নূরুল ইসলাম সুজন এমপি, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ এফ এম মেজবাহউদ্দিন, সাবেক সেক্রেটারি শ.ম. রেজাউল করিম প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সভায় উপস্থিত আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং এটর্নি জেনারেল মাহবুবে আলম শুরুতেই সবার তোপের মুখে পড়েন। বক্তারা বিচার বিভাগে বিতর্কিত ব্যবস্থা প্রচলনের জন্য প্রধান বিচারপতির সমালোচনা করেন।

প্রচলিত নিয়ম ভেঙে প্রধান বিচারপতির বাসভবনে নিয়ে হাইকোর্ট বিভাগের কজলিস্ট তৈরি এবং নির্দিষ্ট মামলার শুনানির জন্য বিচারপতি নির্ধারণ করে দেয়াকে প্রধান বিচারপতির এখতিয়ারবহির্ভূত কাজ উল্লেখ করে তাো বলেন, এর ফলে বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। আইনজীবীদেরও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। তারা প্রধান বিচারপতির সাথে আলোচনা করে দ্রুত বিষয়টি সমাধানের জন্য এ ব্যাপারে আইনমন্ত্রী ও এটর্নি জেনারেলকে দায়িত্ব দেন ঢাকা, ২৩ জানুয়ারি (শীর্ষ নিউজ ডটকম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.