আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজারঃ এখন কি শেয়ার ব্যবসায়ীরা ঘরে ঘরে মিষ্টি বিতরণ করবে ???



আজকে তো শেয়ার বাজার ঘুরে দাড়িয়েছে,আজকে কি ব্যবসায়ীরা সবাইকে মিষ্টি বিলাবে ??কালকে তো ব্লগে তথা কথিত জামাত-শিবিরিয় ভন্ডরা নানা ধরণের পোষ্ট দিয়ে নানা অশ্লীল ব্যঞ্জলায় ব্লগের প্রথম পাতায় দখল করে নিয়েছিল আজ সেই অতি উৎসাহীরা কোথায়,এদেরকে এখনই চিনতে হবে। ওদেরকে চিনে একটি নিদিষ্ট ব্লকের বিচনা করতে হবে। ওরা চায় অস্থিতিশীলতা,ওরা চায় নিজেদের ভন্ডামী নানা কায়দায় বজায় রাখতে। ওদের উৎপাতে কোন ভাল লেখা ব্লগের প্রথমপাতায় বেশীক্ষণ থাকতে পারে না। ভাল লেখার পাঠকদের করা হয় বঞ্চিত।

যারা শেয়ার ব্যবসা করেন সবাই জানেন যে এটা ১৯৯৬ সাল না ,এটা ২০১১ সাল এখন কোন কাগুজে শেয়ার নাই। তবে এখন যে বাজার তাতে একটা ১০০টা শেয়ারের দাম হয়ে গেছে ৭০০০/৮০০০ টাকা। এটা কিভাবে হলো ?যারা শেয়ার কিনবেন তারা কি তা ভাববেন না ! তা যদি না ভেবে ইনভেস্ট করে তাহলে তো ধরা খাবেই। শেয়ার একটা ব্যবসা এর লাভ-লোকসান থাকবেই। কেউ কেউ হাজার টাকা বিনিয়োগ করে কোটিপতি হচ্ছে তখন তো তাদেরকে মিষ্টি বিলাতে বা মিলাদ দিতে দেখা যায় না।

আর যখনই দাম পড়ল ওমনি মতিঝিলে রাস্তাঘাটে চালানো হলো তান্ডব। রাস্তা কি শেয়ার ব্যবসায়ীদের বাপের রাস্তা ছিল ?? ফুটপাটের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানের চৌকি,কাঠ রাস্তায় এনে জ্বালিয়ে দিয়ে তাদের উপার্জনের পথকে করা হলো বাধাগ্রস্ত। খই একবার তো কেউ এই ব্লগে তাদের কথা বলেনি কেন বলেনি ?সস্তা ভন্ডামীই ছিল কতিপয় ব্লগারদের কাম্য। তারা তা চালিয়েছে ভিন্ন ভিন্ন কায়দায়। ভন্ডামীর এখানেই অবসান হোক, শুধু এই কামনা নিউজ লিংক: ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।