আমাদের কথা খুঁজে নিন

   

উদ্বেগ হয়ে দাঁড়াচ্ছে মহাকাশের আবর্জনা

পুরোনো কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ, রকেটের অংশবিশেষ, অচল উপগ্রহ বা সেসবের যন্ত্রপাতির অংশ মিলিয়ে প্রায় ৩০ হাজার এমন অপ্রয়োজনীয় বস্তু বা আবর্জনা ভেসে বেড়াচ্ছে পৃথিবীকে ঘিরে।
এসব আবর্জনা নিয়ে উদ্বেগের একটি কারণ হল, উপগ্রহের এসব ধ্বংসাবশেষ পৃথিবীতে ফিরে আসতে পারে৷আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে, মহাকাশে সচল বিভিন্ন কৃত্রিম উপগ্রহের সঙ্গে পুরাতন, অচল উপগ্রহ বা সেসবের যন্ত্রপাতির অংশ বিশেষের ধাক্কা লাগলে সচল উপগ্রহটি মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে৷
বড় ধরনের এক আন্তর্জাতিক সম্মেলনে এমন সব উদ্বেগের কথাই উঠে এসেছে বলে জানিয়েছে বিবিসি।
জার্মানিতে মহাকাশের আবর্জনা বিষয়ক ষষ্ঠ ইউরোপীয় কনফারেন্সের চেয়ারম্যান এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার ‘স্পেস ডেবরিস অফিস’ এর প্রধান প্রফেসর হেইনার ক্লিনকার্ড বলেন, “সংশ্লিষ্ট গবেষকরা এ ব্যাপারে একমত যে,বর্তমানে কক্ষপথে যে আবর্জনাময় পরিবেশ সৃষ্টি হয়েছে তা কয়েক দশকের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সেক্ষেত্রে প্রতিবছর সক্রিয়ভাবে মাত্র ৫ থেকে ১০ টি বড় বস্তু মহাকাশ থেকে সরিয়ে আনা গেলে আবর্জনা বৃদ্ধি ঠেকানো যেতে পারে। ”
বৈঠকে সম্প্রতি পরিচালিত একটি গবেষণার ফল প্রকাশ করে বলা হয় যে, পরিস্থিতি যদি অত্যন্ত ইতিবাচকও হয় তারপরও লো-আর্থ অরবিটে (এলইও)আবর্জনা আগামী ২০০ বছরে ধীরে ধীরে বাড়তে থাকবে।


কিন্তু পরিস্থিতি আওতার বাইরে চলে যাওয়ার আগেই সক্রিয়ভাবে কাজ সমাধার জন্য কত সময় লাগবে এবং কী করতে হবে তা এখনো স্পষ্ট না হওয়ায় বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে।
হাইনার ক্লিনক্রার্ড বলেন, ‘আমাদের পৃথিবীর চারদিকে অসংখ্য বস্তু ঘুরে বেড়াচ্ছে৷ ছোট্ট স্ক্রু থেকে শুরু করে অকেজো উপগ্রহ – অনেককিছু৷'
পৃথিবীর চারপাশে বড় আকারের ধ্বংসাবশেষ থেকে শুরু করে ছোট আকারের আবর্জনাও ভেসে বেড়াচ্ছে প্রচুর। এ সংখ্যা লাখ লাখ।
পৃথিবীর বায়ু মণ্ডলে প্রবেশের পর কোন আবর্জনা ভূপৃষ্ঠে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে তা খুবই কম৷কারণ, সেগুলো ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই পুড়ে যায়৷ আর স্যাটেলাইটের বড় কোন খন্ড বায়ুমণ্ডলে প্রবেশ করলে, সেটিকে নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করা সম্ভব বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা৷
ফলে আসল উদ্বেগটা হচ্ছে, মহাকাশের আবর্জনার সঙ্গে ধাক্কা লেগে দামী এবং সচল উপগ্রহগুলো ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা৷
দীর্ঘদিন ধরে মহাকাশে পাঠানো হাজার হাজার কৃত্রিম উপগ্রহর মধ্যে থেকে মাত্র কয়েক হাজার এখন সচল আছে।


সচল এসব উপগ্রহকে নিরাপদ রাখতে তাই মাহাকাশে আবর্জনামুক্ত পরিবেশ প্রয়োজন৷ আর তাই মহাকাশে ভেসে বেড়ানো বিভিন্ন অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে ফেলার বিষয়টি নিয়ে এখন ভাবছেন ইউরোপের গবেষকরা। কাজটি নিঃসন্দেহে দুরূহ। কিন্তু অসম্ভব নয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.