আমাদের কথা খুঁজে নিন

   

‘ঘুরে দাঁড়াচ্ছে’ বিশ্ব অর্থনীতি

বিশ্ব অর্থনীতি নিয়ে বার্ষিক এক প্রতিবেদনে বিশ্ব ব্যাংক ২০১৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই গতিশীল হওয়ার পূর্বাভাস দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত ধনী দেশগুলো এবার শেষ পর্যন্ত এ অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে এমন লক্ষণই দেখা যাচ্ছে।

আর ধনী দেশগুলোতে অর্থনীতির মোড় ঘুরে যেতে থাকলে এর ছোঁয়া লাগবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতেও।

গত তিন বছরের মধে বিশ্ব ব্যাংক এবারই প্রথম বিশ্ব অর্থনীতিতে আশাব্যাঞ্জক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

বলা হয়েছে, এ বছর বিশ্বব্যাপী জিডিপি আগের বছরের ২ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৩ দশমিক ২ শতাংশে।

বিশ্বের বেশির ভাগ ধনী দেশেই এখন কৃচ্ছ্র পদক্ষেপের বাড়াবাড়ি না থাকায় এবং নীতিতে অনিশ্চয়তা কমায় বিশ্ব অর্থনীতি নতুন মোড় নিয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।

যুক্তরাষ্ট্রে এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের বছরের ১ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ৮ শতাংশে দাঁড়াবে বলে বিশ্ব ব্যাংক আশা করছে।

আর উন্নয়নশীল দেশগুলোতে প্রবৃদ্ধি এ বছর আগের বছরের ৪ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৫ দশমিক ৩ শতাংশে।

গত ৫ বছরের মধ্যে এবারই প্রথম উচ্চ-আয়ের দেশগুলোতে টেকসই অর্থনৈতিক উন্নয়ন শুরু হওয়ার আভাস পাওয়া গেছে। উন্নয়নশীল দেশগুলোও এ উন্নয়নের ধারায় যোগ হয়ে বিশ্ব অর্থনীতি গতি পাবে।

তবে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানোর মতো কিছু পদক্ষেপের কারণে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে বিশ্বব্যাংক।

বিশ্বজুড়ে সুদের হার ধীরে ধীরে বেড়ে উন্নয়নশীল দেশগুলোর জন্য তা সঙ্কটজনক হয়ে দাঁড়াতে পারে। ব্রাজিল, তুরস্ক, ভারত এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো এর কুফল ভোগ করতে পারে বলে বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের এক অর্থনীতিবিদ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.