আমাদের কথা খুঁজে নিন

   

পিছিয়ে গেল অপমানের জ্বালা

মো: আরিফুর রহমানবগুড়া

আগামী ১৪ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল শাকিব খান ও কলি অভিনীত চলচ্চিত্র অপমানের জ্বালা। কিন্তু ছবিটি অনিবার্য কারণে মুক্তি পাচ্ছে না। ছবিটির পরিবেশনা সূত্র থেকে জানা যায়, প্রস্তুতি মোটামুটি ভালোই ছিল। কিন্তু চূড়ান্ত প্রস্তুতি নিতে আরও সময়ের প্রয়োজন। তাই ছবিটি মুক্তি দেয়া থেকে বিরত থেকেছে পরিবেশনা প্রতিষ্ঠান। অপমানের জ্বালা ছবিটি নির্মাণ করেছিলেন প্রয়াত পরিচালক নূর হোসেন বলাই। ছবিটির কাজ শুরু হয়েছিল ২০০৫ সালে। কিন্তু নানা জটিলতার কারণে ছবিটির কাজ শেষ করতে পারেননি শাকিব খান। এখনও ছবিটি যে অবস্থায় আছে তাতে পূর্ণাঙ্গ শাকিবকে পাওয়া যাচ্ছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।