আমাদের কথা খুঁজে নিন

   

কেবল মৃতু্র জন্য নেই কোন প্রস্তুতি- এমএবি সুজন

সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম যে করেনা কখনও বঞ্চনা....

জন্ম থেকে মৃতু্ পর্যন্ত সকল স্তরে মানুষ পূর্ব পরিকল্পণা, প্রয়োজনীয় আয়োজন ও যথাযোগ্য প্রস্তুতি সম্পন্ন করে থাকে। সকল প্রস্তুতিই কেবল বাঁচার জন্যে, সুনাম, খ্যাতি ও অর্থ বৈভব হরণ এবং অর্জনের জন্যে। তুমুল প্রতিযোগিতা মানুষে মানুষে কেউ যেন পিছে পড়ে নেই নিজের অবস্থানকে আরও অনেক উপরে তোলার ক্ষেত্রে। তবে কোন প্রকার প্রস্তুতি নেই যেন মৃতু্র। জগতের সব কিছুই মিথ্যা হতে পারে কিন্তু মৃতু্ যে একমাত্র সত্য যে সত্য কখনও কাউকে বঞ্চিত করে না।

আমরা অনেক সময় বলি লোকটি হঠাৎ মারা গেল! একটু আলামত বা কারণ লক্ষ্য কিছুই কেউ বুঝতে পারলনা। এটি যেমন সত্য তেমনি মহা সত্য এই যে, যে মারা যায় সে কিন্তু ঠিকই আন্দাজ করতে পারে যে, সে যে কোন সময় মৃতুর কবলে ঢলে পড়তে পারে। সে যে কোন বয়সের হোক মৃতুপথযাত্রীর মন ও দেহের গতিই প্রমাণ করে যে তাহার সময় বেশি নেই। তবুও সে কোন প্রকার পূর্ব পরিকল্পণা, কোন বিশেষ আয়োজন, প্রয়োজন বা সামগ্রিক প্রস্তুতি নিতে এতটুকু চেষ্টাও করে না। আসলে একমাত্র মৃতুই যেন মানুষের মৃতু্র সার্বিক প্রস্তুতি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।