যে কোনো হত্যাই বড় বেশী বুকে বাজে মনে হয় মানব সন্তান বড় বেশী অকালেই ঝরে গেল ঝরে গেল অভীপ্সা, স্বপ্ন, আশা কিংবা প্রত্যাশার আলো। জায়া, আত্মজ-আত্মজার তন্তুজাল ছিন্ন করে খুব শাদামাটা- বড় বেশী মর্যাদাহীন বীভৎস কুৎসিত অবয়বে। ইরাকে, আফগানিস্তানে, লিবিয়ায়,সিরিয়ায়, ইয়েমেনে কার্তুজে লুটিয়ে পড়া ঝাঁক-বাঁধা পাখিদের মতো মানুষও লুটিয়ে পড়ে ধুলোয়, বালিতে। মৃত মানুষ মানেই শবদেহ- সমস্ত পরিচয় ছাপিয়ে সে শুধু লাশ ভাঙ্গাচুরা, দলাপাকানো, হা-মুখ। এইসব হত্যাযজ্ঞ, এইসব হত্যাকাণ্ড সেডিষ্ট আনন্দে হর্ষধ্বনি তোলে চিইউয়িং-গাম চিবোতে চিবোতে, স্যাম্পেনের কর্ক খোলে স্বাগত জানায় কেবল মানুষই মারণযজ্ঞে মত্ত হয়ে ওঠে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মারণাস্ত্রে ঢালে। ধর্মের নামে, গোত্রের নামে, বর্ণের নামে মানুষই কেবল নিধনযজ্ঞে পরিতৃপ্তি পায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।