[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
গা ভাসাতে পারি প্রয়োজনে আমি কত শত অনিচ্ছায়
সাগর পারে দাঁড়িয়ে দিতে পারি ফিরিয়ে ঢেউ এর ডাক
ভুলে যেতে পারি সাগর জলের আলিঙ্গনের সব স্মৃতি।
গভীর রাতে ঘুমের মায়া ছেড়ে পারি উঠে বসতে,
হ্াঁটতে হাঁটতে সবুজ কাননের মাঝে কোন উচ্ছিষ্ট
ভাগাড় পাশে পারি অনিচ্ছায় দাঁড়াতে থমকে।
অথবা পারি প্রচন্ড ক্ষুধায় পছন্দের আহার দ্রব্য
হাতে ধরেও দৃষ্টি আকাশ পানে উচিয়ে চাইতে স্থির।
পারি ঘন শীতের কুয়াশায় শীতল ঝর্ণায় ধুতে গা,
একশ চার জ্বর নিয়ে গায়ে ছুটে যেতে দপ্তরের কাজে।
পারি, পারি সব প্রয়োজনে যা ইচ্ছে করেনা করতে সবই;
কেবল পারিনা নারী তোমার সুস্মিত অধর আর বিজলী তনু
দেহের মোহাচ্ছন্ন তরঙ্গের বহতা হতে ফেরাতে চোখ।
25/08/06
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।