আমাদের কথা খুঁজে নিন

   

জাবির কলা ও মানবিকী অনুষদের ডীনের কাণ্ড

আধারে দেখা বৃত্তান্ত আলোয় প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তি হতে আসা এক শিক্ষার্থী ও তার বন্ধুকে মারধর করেছে কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক অসিত বরণ পাল। গত মঙ্গলবার অনুষদের ডীন অফিসে এ ঘটনা ঘটে। গ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ) মেধা তালিকার এক শিক্ষার্থীর চূড়ান্ত ভর্তির মনোনয়ন পত্রে জটিলতা থাকায় ডীন অফিসে যোগাযোগ করে। ডীন অফিসে ওই শিক্ষার্থী দাবি করে আবেদনপত্রে পূরণকৃত তিনটি পছন্দের তালিকায় প্রতœতত্ত্ব বিভাগের উল্লেখ না থাকলেও তাকে এ বিভাগে ভর্তির জন্য মনোনয়ন দেয়া হয়। উল্লেখিত সমস্যার কথা জানিয়ে অন্য কোন বিভাগে ভর্তির জন্য অনুষদের ডীন অধ্যাপক অসিত বরণ পালের সাথে কথা বলতে গেলে ডীন উত্তপ্ত হয়ে যান।

এ সময় তিনি উচ্চস্বরে কথা বলতে থাকেন এবং ওই শিক্ষার্থীকে থাপ্পড় মারেন। ঘটনার সময় বাইরে অপেক্ষমান ওই শিক্ষার্থী এক বন্ধু ভেতরে ছুটে যান। অফিসে কর্তব্যরত কর্মচারী নুরুল আমীন বাইরে থেকে আসা শিক্ষার্থীর বন্ধুকে চড় থাপ্পড় দিয়ে কক্ষ থেকে বের করে দেয়। নুরুল আমীন বলেন, কথা বলার সময়ে বিনা অনুমতিতে শিক্ষকদের রুমে প্রবেশ করার কারণে আমি ডীন স্যারের কথায় তাকে ২টি থাপ্পড় দিয়ে বের করে দিই। তবে একটি সূত্র দাবি করে, ডীন অধ্যাপক অসিত বরণ পাল অনুষদের সামনে গাড়ি রাখার সময় ওই শিক্ষার্থী হর্ণ বাজানো সত্ত্বেও সরে না।

গাড়ি থেকে নেমে ডীন তাকে হালকা বোকাঝকা করে অফিসে চলে যায়। পরে ওই শিক্ষার্থী সমস্যা নিয়ে ডীন অফিসে যাওয়াতে তার উপর ক্ষিপ্ত হন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.