জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষক ফোরাম ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি শুরু করেছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি শুরু হয়। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এ সময় সব ধরনের প্রশাসনিক কাজ থেকে শিক্ষকরা বিরত থাকবেন। তবে চলমান পরীক্ষা এবং পরিবহন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষক ফোরাম নতুন করে ৩ দিনের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে।
এদিকে আন্দোলনরত শিক্ষকদের হাতে নবম দিনের মতো অবরুদ্ধ আছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান। ২ রেজিস্ট্রারকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে কর্মবিরতি কর্মসূচি পালন করছে অফিসার্স সমিতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।