আমাদের কথা খুঁজে নিন

   

জাবির ভারপ্রাপ্ত উপাচার্য এম এ মতিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভারপ্রাপ্ত উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম এ মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।আজ বুধবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে শিক্ষকদের একটি অংশ প্রায় ৯ মাস ধরে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পদত্যাগের দাবিতে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের দুই সহ-উপাচার্য, রেজিস্ট্রার এবং দুই দফায় উপাচার্যকে অবরুদ্ধ করেন। এছাড়া উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, ক্লাস বর্জন, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন অবরোধ, সিনেট-সিন্ডিকেটসহ অন্যান্য প্রশাসনিক সভা প্রতিরোধসহ নানা ধরনের কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষকেরা।

শিক্ষকদের আন্দোলনের মুখে আনোয়ার হোসেন গত ২৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নির্বাচনের আগে জাকসু এবং উপাচার্য প্যানেল নির্বাচন দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন বলে ঘোষণা দেন। এরপর ১৩ জানুয়ারি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্যের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।

২০১২ সালের ২০ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আনোয়ার হোসেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.