প্রথমে ই বলি, আমি জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ই এর আই আই টির ৪র্থ বর্ষের একজন ছাত্র ।
গতকাল জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয় এর আই আই টির রাগিং সম্পর্কে একটি পোস্ট দেখলাম, লেখক যেভাবে মনের কল্পনা দিয়ে পোস্টটি লিখেছেন তাতে জাবি সম্পর্কে যেকোনো সুস্থ মানুষের জঘন্য ধারনার জন্ম নিবে । লেখক ঘটনার সত্যতা যাচাই না করে এমন সব উতভট কথার জন্ম দিয়েছেন যা জাবির জন্য সত্যিই অসম্মানের ।
লেখাটা প্রথমে আমার এক বন্ধুর চোখে পড়ে , রাগিং এর ব্যাপারে বর্তমান প্রশাসন অনেক কঠোর , রাগিং প্রমানিত হলে যেকোনো শাস্তিই হতে পারে এমনকি ছাত্রত্ব ও বাতিল হতে পারে । আর লেখক যেভাবে লেখাটা লিখেছেন তাতে আমাদের মনে হচ্ছিল ঘটনাটা সত্য, so আমরা আমাদের জুনিয়রদের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলি ।
রাতেই আমরা জানতে পারি এধরনের কোন ঘটনা ঘটেনি । কারন জাহানারা ইমাম হলে আই আই টির মাত্র দুই জন মেয়ে উঠসে এবং তাদের সাথে কোন ধরনের খারাপ ব্যবহার করা হয় নায় । তারা আজকে Central Auditoriam এর নবিন বরন অনুষ্ঠানএ ও গেছে । তারপর ও ব্যাপারটা নিয়ে আমাদের চেয়ারম্যান স্যার প্লাস আরও কয়েকজন স্যারসহ আমরা সবাই মোস্ট জুনিয়র ব্যাচের সাথে বসি । চেয়ারম্যান স্যার নিজে সব মেয়েদের সাথে কথা বলেছেন, কিন্তু একটা মেয়েও বলেনি যে তার সাথে খারাপ ব্যবহার করা হয়সে এবং এ সময় কয়েকজন গারজিয়ান ও সেখানে উপস্তিত ছিলেন
সবচেয়ে বড় কথা জাবির আই আই টি একটি পরিবার , এখানকার শিক্ষকগণ আমাদেরকে সন্তানের মত আর সকল ছাত্র-ছাত্রী সবাই সবাইকে ভাই-বোনের চোখে দেখে, আর প্রতি বছর যখন এই পরিবার এ নতুন নতুন মুখ আসে তাদেরকে সাদরে গ্রহন করা হয় ।
Mahbub Hasan
ভাই আপনার প্রতি আমাদের রিকুয়েস্ট আপনি যে লেখাটা সামু তে পোস্ট করেছেন তার সত্যতা যাচাই করুন । একটা ভার্সিটির মান সম্মান নিয়ে খেলা করার অধিকার আপনার নাই । আপনি আমাদের আই আই টি পরিবার এর বিপক্ষে যে অভিযোগ এনেছেন সেটা যদি প্রমান করতে পারেন তাহলে, দোষীদেরকে শাস্তি দেয়ার জন্য যেকোনো পরিস্থিতিতে আমরা আপনার পাশে থাকব । কিন্তু আপনি আপনার অভিযোগ প্রমান না করতে পারলে Please
সবাইকে সরি বলেন । আর এই বিষয়ে আপনি একতা পোস্ট দিন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।