আমাদের কথা খুঁজে নিন

   

আশায় আশায়....



আশায়, আশায় বুক বেঁধে বেঁচে আছি এই ব্লগে। আমাকে সাত দিন পর্যবেক্ষনে রাখার কথা বলা হয়েছে। ৭দিন তো পেরিয়ে গেছেই, গেছে আরো ৭টি দিন। কিন্তু এখনো আমি মুক্ত হইনি। আমাকে এখনো রাখা হয়েছে পর্যবেক্ষনে।

আমার কি ইচ্ছা করে না লেখা গুলো শেয়ার করতে সবার সাথে...? জানিনা কারা আমাকে এই সাত দিনের পর্যবেক্ষনে রেখেছেন। তাদের সাত দিন কতঘন্টা বা কত মিনিট বা কত সেকেন্ডে শেষ হয়...? একটা গল্প মনে হলো আমাদের পার্শ্ববর্তি খিয়ার অঞ্চলের। একবার এক ঠিকানানুযায়ী গিয়েছিলাম খিয়ারে। চিনতে না পেরে সাহায্য নিচ্ছিলাম স্থানীয় মানুষদের। ঠিকানা দেখিয়ে বললাম কত দূর হতে পারে...? তিনি উত্তর দিলেন দেড় মাইল।

আমরা আবার চলতে শুরু করলাম। ৫ মাইল সড়ক পেরিয়ে যাবার পর অন্য একজনকে ঠিকানাটা দেখিয়ে জিজ্ঞাস করলাম ভাই কত দূর..? তিনিও জানালেন, আর দু'কিলোমিটার হবে। সেদিন প্রায় ৭ ঘন্টা বিভিন্ন যানবহন ও দীর্ঘ পথ পায়ে হেটে পাড়ি দিয়েছি। অতপর সকাল ১০টায় খুঁজতে বেড় হওয়া ঠিকানার সন্ধান পেয়ে পৌছুলাম বিকাল ৫টায়। সন্ধ্যা পর স্বাক্ষাতে কাজ শেষে ট্রেন যোগে ফিরে আসি বগুড়ায়।

পরে এই ঘটনা একাধিক স্থানে বর্ণনা করে জানতে পারলাম, আমাদের এক মাইল ঠিক আছে, কিন্তু ওরা যদি এক মাইল বলে, তাহলে সেটাকে ৩ মাইল ধরে নিতে হয়। অনেকেই বলে থাকেন খিয়ার অঞ্চলের মানুষ বাইংক দিয়ে রাস্তার মাইল মাপে। বুঝলেন তো... আজ আমার সেই কথা খুব বেশী মনে পড়ছে। ব্লগের সাত দিন কি তবে সে রকমই কিছু। আর আমি যদি মুক্তি পেয়েই থাকি তো, ৭দিন পর্যবেক্ষনে রাখা হয়েছে, এই কথা লেখা রয়েছে কেন...? আমিনুল ইসলাম শ্রাবণ সংবাদকর্মী, বগুড়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।