আমাদের কথা খুঁজে নিন

   

কী আশায়...........

প্রত্যাবর্তন

কী আশায় গো জননী সারাটা জীবন ধরে, বুকের ভেতর আগলে রাখে মানুষ করে গড়ে। কী আশায় গো জননী শিশুর জন্ম থেকে, আদর-মায়া-স্নেহ দিয়ে যতন করে রাখে। কী আশায় গো জননী সকাল থেকে রাত, এমনি করে খেয়াল রাখে মুখে তুলে দেয় ভাত। কী আশায় গো জননী এত কষ্ট করে, অসুখে-বিসুখে সেবা দেয় ক্লান্তিহীন দেহে। কী আশায় গো জননী সকল কষ্ট-ব্যাথা, এড়িয়ে যায় হাসিমুখে শুনে শিশুর মুখের কথা। জানি গো জননী নয় কিছুর আশা, ভালবাসতে জান তাই দাও যে ভালবাসা। (বিশ্ব মা দিবসে আমাদের মা-মনিকে উৎসর্গ করে) বি:দ্র: ব্যস্ততার কারনে একদিন দেরি হল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।