শিকল পরেই শিকল ভাংতে চাই.....
আশায় আশায় বসে আছি,
ওরে আমার মন।
কখন তোমার আসবে টেলিফোন! (২)
কালা যখন তখন করো দয়াল,
বুঝিনা ছাই তোমার খেয়াল।
তোমার আমার এই যে দেয়াল,
ভাংবেরে তখন..
যখন ভাবি আসবে টেলিফোন।
তোমার সংগে দেখতে পেলে পাড়া পড়সী
মন্দ বলে..
তাই রাত্রি বেলা সবাই যখন ঘুমে অচেতন.।
তখন ভাবি আসবে টেলিফোন।
তার চেয়ে ভালো তোমার টেলিফোন।
তোমার সামনে থাকলে আমি...
কি হয় জানেন অন্তর্যামী
দুরু দুরু বক্ষ জাগে চিত্ত উচাটন।
তখন ভাবি আসবে টেলিফোন।
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং মধুর ধ্বনি,
শুনি তোমার আগমনী
তাতে ধন্য হয় যে রাধারানী,
ধন্য এ জীবন।
তার চেয়ে ভালো তোমার টেলিফোন।
সবচেয়ে ভালো তোমার টেলিফোন।
(এই মুহূর্তে আমার প্রিয় গান)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।