আমাদের কথা খুঁজে নিন

   

আশায় আশায় আমি তবু চেয়ে থাকি

কেউ কেউ একা

ভাঙা স্বপ্নের ভাঙা পসরা শহরের ফুটপাতে পুলিশ ঠেঙানি চাঁদাবাজি আর চুরি করে চোর রাতে আলো-আঁধারির রঙমহলায় উছলে ওঠা নদী নিয়ন আলোর কুয়াশার চোখ কান্দে নিরবধী নির্ভরতার বন্দর খোঁজে তবুও অবুঝ মন দাবানলে পোড়ে বুকের ভেতর গহীন সবুজ বন রঙচটা এই নিকষ শহরে আপন নাইতো কেউ দু'কূল ভেঙে দানবীয় নদীর আছড়ে পরে ঢেউ তবুও আছি সবুজ ছেড়ে বিষাক্ত নিশ্বাসে ফিরবেই দিনের লাল সূর্য মুক্ত নীলাকাশে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।