অবাধ্য সময়কে সেই কবে বলেছি বন্ধু এবার আমায় করো ক্ষমা
তোমাদের চাঁদমুখী তারারা অন্ধ নাবিককে ক্ষমা করেনি।
ভোরের ¯িœগ্ধ মাতাল হাওয়াকে বলেছি এবার তুমি আমাদের হও
পড়ন্ত বিকেলের শেষ ঘনঘটা নিয়ে তুমি ঝিঁঝিঁ পোকাদের হয়েছো আমার নও।
পাঁড়ার কালের সাক্ষী বাঁশিওয়ালা রাখালকে বলেছি মিছা সুর ছেড়ে এবার তুমি মাটি হও
মাটি হয়নি হয়েছে সে হিংস্র নাগিনিদের লোভাতুর প্রণয়ের শেষ খাদ্য।
অভিমানী কৃষ্ণকন্যাকে সেই কবে বলেছি সাঝের মায়ায় খোলা চুলে এটোপথে হেটোনা
শোনেনি আমার কথা শুনেছে ভুল সময়ের রঙিন বাদকদের জড়ানো কন্ঠ।
এখনো আমি অনেককেই বারন করি ভুল কাজ থেকে
শুধু তোমরা প্রিয়রা নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।