আজকে বাজারে গিয়া তাজ্জব হইয়া গেলাম !!! বিভিন্ন প্রকার দড়ি আর ডিমের দাম আকাশ ছোঁয়া !! তাও আবার ডিম গুলা সব ছোট ছোট !!দোকানদার রে জিগাইলাম কি ভাই ডিম গুলা এতো ছোট কেন ? দোকানদার কইল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আইসা বাইছা বাইছা সব বড় ডিম গুলা নিয়া যাইতেছে !!আমিতো পুরাই অবাক !কয় কি তারা কি গ্রেনেডের বদলে ডিম ফাটাইব নাকি ? !! দোকানদার আমারে কয় ভাইজান দেহি দেশের কোন খবরই রাখেন না....তারা ডিম গুলা ভরবো !! হায় হায় কয় কি ডিম কি ভরার জিনিস নাকি !! তা কই ভরবে ? দোকানদার যাহা কহিল তাহা শুনিয়া আমি পুরাই বেকুব হইয়া গেলাম দোকানদারের যাহা কহিল তাহা হইল "ডিম্ব গুলো মেশিন ম্যানদের জন্য !!ডিম্ব গুলিকে উত্তমরূপে সিদ্ধ করিয়া প্রত্যেহ ৪বার ৪হালি করিয়া মেশিন ম্যানদের হিপহোল দিয়ে প্রবেশ করানো হয় !!আবারও অবাক হইলাম মেশিন ম্যানরা কি হিপহোল দিয়ে খাদ্য গ্রহন করে নাকি !!! আজব!! যাইহোক আমার কাজ আছে তাই ওই ছোট ছোট ডিম গুলো হইতে বাছিয়া বাছিয়া কিছু অপেক্ষাকৃত বড় ডিম লইলাম , এমুন সময় দেহি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দুই জন লোক আইসা হাজির!!উহারা আমার হাত হইতে ডিম্ব গুলো লইয়া গেল!!লইয়া কহিল ভাইজান কিছু মনে করিবেন না ! বড় ডিম বাছতে বাছতে ইহকাল তামাতামা অইয়া গেছে মাঝে মাঝে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরি করিতেছি না ডিম বাছার চাকরি করিতেছি তা নিজেই ভুইলা যাই ! দূর হইতে অবলোকন করিয়াছি আপনি ডিম বাছিতেছেন তাই আমি আর কষ্ট করে বাছিলাম না !আর যেহেতু একটা কথা আছে যে "আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করুন " সেহেতু আপনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করিয়া ধন্য হইতে সাহায্য করিলাম !চিন্তা করিবেন না আপনার বাছাইকৃত ডিম গুলো দেশের কাজে ব্যবহার কর হইবে !! নাহ দেশে গনতন্ত্র নাই! দেশটা মগের মুল্লুক হইয়া গেল !! তারপরও ভয়ে ভয়ে তাহাদের বলিলাম যে ডিম গুলো আমার !! এই কথা শুনিয়া তাহারা আমাকে চোখ রাঙাইয়া কহিল এই বেটা নালায়েক এই গুলা তোর ডিম হইল কেমনে ?এই গুলা তো মুরগীর ডিম ! তাহাদের এইরুপ বাক্য শ্রবণ করিয়া নিকটে যাহারা ছিল সকলে উচ্চস্বরে হাঁসিয়া উঠিল নাহ দেশে আসলেই গনতন্ত্র নাই !আমার এও বুঝিতে কষ্ট হইলনা যে যাহারা হাসিল তাহারা সকলে আম-লিগের টাকা খাইয়া হাসিয়াছে !! আরও বুঝিলাম যে আমি যত বারই ডিম বাছিব ততবারই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক গুলো আমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করিয়া ধন্য হইতে সাহায্য করিবে !! তাই নানাবিধ চিন্তা করিয়া সেই স্থান ত্যাগ পূর্বক মাছ বাজারের দিকে গমন করিলাম...... মাছ বাজারের দিকে গমন করিবার সময় দেখিলাম কিছু লোক মাইক ব্যাবহার করিয়া একটা কথপকথন শুনিতেছে ! আমি হাটিতে হাটিতে যাহা শুনিলাম তাহার কিছু শব্দ হইল ল্যইটা ফিশ ,টেবিল,মেশিন, পাখি ,দেড় বাই সাড়ে সাত ইত্যাদি .. শুনিয়া বুঝিলাম যে ল্যইটা ফিশ আর ল্যইটা মাছ এক জিনিস নহে !! মাছ বাজারে প্রবেশ করিয়া দেখিলাম লইট্যা ফিশের দাম পড়ে গেছে কেউ কিনিতেছে না !! দাম কম হওয়া সত্ত্বেও আমি কিনিলাম না কারন কিনিলে হয়তো আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করিয়া ধন্য হইতে হইবে !! অতঃপর মাছ না কিনিয়াই মাছ বাজার ত্যাগ করিয়া বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম !! আসইবার সময় আরও দেখিলাম কাঠের টেবিল খুব সস্তা আর পানের কোন ডিমান্ডই নাই!! বিশেষ করে খিলি পানের ! আল্লায় জানে কি যে হইতেসে দেশে!! উৎসর্গঃ ডাক্তার আইজূ । নতুন লিখিতেছি ভুল ত্রুটি ক্ষমা করিবেন............ কিছুক্ষণ পূর্বে আমাদের fb পেইজে প্রকাশিত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।