কতো দিন সন্ধ্যার অন্ধকারে
মিলেছি দু'জন নিভৃতে।
বন থেকে ভেসে আসে
পাখির বাড়ি ফেরার ডাক।
আকাশ প্রদীপ জ্বেলে
কারা যেন সাজিয়েছিল
কার্তিকের সন্ধ্যার আকাশ।
বিকেলের গন্ধ গায়ে মেখে
উড়ছিল কয়েকটি সাদা বক।
পশ্চিমের রাঙ্গা আকাশ
গিলে খাচ্ছিল রাতের অন্ধকার।
আধ ফোটা জোছনায়
ঘাসের ডগায় শিশির জমে।
তুমি আমি পাশাপাশি
ডুবে যাওয়া চুমুর রাজ্যে।
শিশির ভেজা ঘাসে
লেগে থাকে আচঁলের পরশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।