বর্তমানে আমরা বিশ্বমানচিত্র ও অন্যান্য দেশের যে মানচিত্র দেখি এগুলো সবই বৈজ্ঞানিক এবং কারিগরী প্রযুক্তির সাহায্যে নির্মিত। মোটামুটি ভাবে বিশ্বের এই মানচিত্রকে সঠিক এবং গ্রহনযোগ্য বলে বিবেচনা করা যায় কিন্তু তার মানে এই নয় যে প্রাচীন বিশ্বের মানচিত্র একই রকম ছিল। তখনকার দিনে বিজ্ঞান এবং প্রযুক্তি ছিল না বললেই চলে কিন্তু তার অর্থ এই নয় যে তখনকার মানচিত্র দুর্দশাগ্রস্থ ছিল । যদি আমরা প্রাচীন যুগের মানচিত্রকে একটু ভালো করে লক্ষ করে দেখি তাহলে এ যুগের কারিগরী প্রযুক্তির সহায়তায় বানানো মানচিত্রের সাথে অনেক কিছুই মিল দেখতে পাব ।
প্রাগৈতিহাসিক যুগে সর্ব প্রথম মানচিত্রের সন্ধান পাওয়া যায় মেসোপটামিয়ার নূপ্পুর শহরে। খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে নিপ্পুর শহরের এই মানচিত্রে তখনকার শহরের রাস্তা ফুটপাত এবং বিভিন্ন দেয়ালের নিদর্শন পাওয়া যায়। আর তখন থেকেই প্রয়োজনের তাগিদে এই ধরনীতে হাজার হাজার মানচিত্র তৈরী হয়েছে যার কোনটি দুর্বোধ্য আবার কোনটি হৃদয়গ্রাহী। তাহলে চলুন, প্রাচীন বিশ্বের এরকম কয়েকটি চিত্তাকর্ষক মানচিত্র নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করি।
১. নুপ্পুর -খ্রিস্টপূর্ব ১৫০০
২. প্লানিস্ফেয়ার - ১৪৮২
৩.বেলজিয়াম -১৫৯৭
৪. আমেরিকা - ১৭৪৭
৫. আইসল্যান্ড -১৬১২
৬. ফ্লোরেন্সসিয়া- ১৪৭৪
৭. জেরুজালেম - ১৬৫৭
৮.পূর্ব ভারত - ১৫৯৫.
৯. পূর্ব ইউরোপ - ১৬০৪
১০. আর্মেনিয়া -১৬২৪
১১. ভারত মহাসাগর -১৬৫৮
১২. আফ্রিকা -১৫৫৩
১৩. অস্ট্রেলিয়া- ১৪৮২
১৪. ইয়াপনিয়া ( জাপান)- ১৫৯৫
১৫. সুবাহ বাঙলা ( বাংলাদেশ )- ১৫৮২.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।