ঈদুল ফিতরের দিনে ১৫টি কাজ করা সুন্নাত।
সেগুলো হলঃ
১. প্রত্যুষে গাত্রোত্থান করা বা সকাল সকাল ঘুম থেকে উঠা।
২. মিসওয়াক করা।
৩. নামাযের পূর্বে গোসল করা।
৪. সুগন্ধিব্যবহার করা।
৫. চোখে সুরমা লাগানো।
৬. পবিত্র ও পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা।
৭. ফজর নামাযের পরে যথাশীঘ্র ঈদগাহে গমন করা।
৮. সামর্থ্য অনুযায়ীউত্তম খাবারের ব্যবস্থা করা।
৯. প্রতিবেশী, এতিম-মিসকীন ও গরীব-দুঃখীকে পানাহার করানো।
১০. ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টান্ন গ্রহণ করা।
১১. ঈদের মাঠে যাবার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা।
১২. ঈদগাহে যে পথে যাবে, নামায শেষে অন্য পথে আসা।
১৩. যথাসম্ভব পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।
১৪. ঈদের নামায মসজিদে আদায় না করে ঈদগাহে বা মাঠে আদায়করা।
১৫. ঈদগাহে যাবার পূর্বে তাকবীরে তাশরীকটি নিম্নস্বরে পড়তে পড়তে যাওয়াঃ
''আল্লাহুআকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু
আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ্''
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।