তার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ বিরোধী দলীয় নেতা বিকাল সাড়ে ৫টায় অ্যামিরাটস এয়ারলাইন্সের বিমানে ঢাকা পৌঁছাবেন।’’
তিনি জানান, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সোমবার সফরসঙ্গীদের নিয়ে মক্কার কাবা শরীফে বিদায়ী তাওয়াফ করেন। সেহেরি শেষে ভোরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা তার সঙ্গে ছিলেন ।
ওমরাহ পালনের জন্য গত ২৭ জুলাই সৌদি আরব যান খালেদা। তিনি মহানবী হযরত মুহাম্মদের (সা.) রওজা জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।
ওমরাহ পালনের সময় মক্কায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের সঙ্গেও সাক্ষাৎ হয় বিরোধী দলীয় নেতার।
প্রেস সচিব জানান, বিরোধী দলীয় নেতা প্রতি বছরই রোজার শেষ ১০ দিনে সৌদি আরবে কয়েকদিন একান্তে ইবাদত করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।