শুক্রবার সকালে মক্কায় পৌঁছানোর পর স্থানীয় সময় দুপুরে তাওয়াফ শুরু করেন প্রধানমন্ত্রী। ওমরাহ শেষে তিনি জুমার নামাজ আদায় করেন।
এরপর প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন বলে তার প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান।
বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
ফাইল ছবি বৃহস্পতিবার রাত ১২টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন শেখ হাসিনা। জেদ্দা হয়ে স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার দিকে তিনি মক্কা পৌঁছান।
ফাইল ছবি
ওমরাহ করার পর মদিনার পথে রওয়না হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি হযরত মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করবেন।
তিন দিনের এই সফর শেষে শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।