তিনি ওমরাহ করিতে যাইতেছেন। যাওয়ার আগে মহামূল্যবাণ (!!!!) ভাষন দিয়া গেলেন এয়ারপোর্টে।
দেশে নাকি স্বৈরশাসন চলিতেছে।
তাকে প্রশ্ন করা দরকার , তিনি মুজাহিদ - নিজামী গং রাজাকারদেরকে
মন্ত্রী বানাইয়া দেশে যে জংগীবাদ কায়েম করেছিলেন , তখন কোন
তন্ত্র বলবৎ ছিল ?
তার মন্ত্রী সালাম পিন্টু , বাবর , ব্যা আমিনুল হক যে হাউয়া ভবন এর ছায়ার নীচে থাকিয়া দেশে লুটপাট চালাইছিল , তখন কোন
তন্ত্র ছিল ?
শরমের একটা সীমা থাকা দরকার ।
লোক দেখানো ভন্ডামী বাদ দিয়া মানুষের কথা বলিলেই খালেদা ভালো
করিতেন।
তিনি তা না করিয়া , ভারত জুজু আর ধর্ম গেল এই দুই খেলা এখনও
খেলিতেছেন ।
মানুষের চোখে আর কত ধূলা দিবেন , ম্যাডাম ।
এবার একটু নিজের অতীতের দিকে তাকান ,পিলিজ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।