আমাদের কথা খুঁজে নিন

   

ওমরাহ শেষে ফিরলেন প্রধানমন্ত্রী

শনিবার রাত সোয়া ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ নাসের আল বুশাইরি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার রাতে সৌদি আরব যান। ওমরাহ পালনের পর তিনি মহানবী (স.) এর রওজা মোবারক জিয়ারত করতে মদিনায় যান।
ফাইল ছবি
ফাইল ছবি
মদিনা থেকেই বিমানে ঢাকার পথে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা, প্রেসসচিব আবুল কালাম আজাদ ও সাংসদ দীপু মনি এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিকালে রওনা হওয়ার আগে দুপুরে মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।
আগের দিন এশার নামাজের পর মহানবী (স.)এর রওজা জান্নাতুল বাকিতে দুই রাকাত নফল নামাজ আদায় করে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন তিনি।
মদিনায় হিলটন হোটেলে ছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে মসজিদে নববীতে যাওয়ার পথে নিরাপত্তার মধ্যেও আরব নারীসহ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা।


ঢাকা থেকে রওনা হয়ে শুক্রবার সকালে মক্কায় পৌঁছানোর পর দুপুরে ওমরাহ পালন করেন প্রধানমন্ত্রী।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.