আমাদের কথা খুঁজে নিন

   

অনিয়মের নিয়ম ও ওমরাহ পালনের ফজিলত!



দেশে অনিয়মটা এতো নিয়মমাফিক হচ্ছে, অবাক হয়ে দেখছি। কারেন্টের এভাবে কানামাছি খেলাটা অবশ্যই অনিয়ম, কিন্তু কারেন্ট বাবাজি মিস করেনা। ঠিক সময়েই যায়-আসে। কিংবা আসে যখন-তখন, যায় ঠিক সময়েই। কোনো মিস নাই অনিয়মের এইটা মাত্র একটা দিক।

দেশে বর্তমানে এমন হরেক অনিয়ম নিয়ম হয়ে দাড়িয়ে গেছে। দেশের অবস্থা যা-তা..সরকার প্রধানদের কিছু বান্ধা নিয়মেও কোনো ব্যত্যয় নেই। যেমন প্রধানমন্ত্রী এই সদ্য ওমরাহ পালন করে এলেন। আমাদের দেশে নতুন সরকার ক্ষমতায় আসলেই সরকার প্রধান ওমরাহ দিতে যায় কেন?সামর্থ্যবান মুসলমান হলেও হজ্ব দেয়ার তো কিছু সাধারন বিধি বিধান আছে, যেটা জানতে হলে মহাজ্ঞানী লোক হবার দর্কার নেই। যেমন, পরিবারের সদস্য, আত্নীয় স্বজন, প্রতিবেশীরা কেও অভুক্ত আছেন কিনা, কিংবা কোনো অভাব অভিযোগের মধ্যে আছেন কি-না,...ইত্যাদি টাইপের।

এসব থাকলে হজ্ব দেয়াটা ফরজ না। এসব সমস্যা সামধান করে যদি কারু সামর্থ্য কুলায় তাইলে হজ্ব দেয়া যাইতে পারে বইল্যাই শুইন্যা আসছি। এখন বাংলাদেশরে যদি পরিবার হিসেবে ধরি, সরকার প্রধান যদি সেই পরিবারের কর্তা ব্যক্তি হন, তাইলে অবস্থাটা কি দাড়ায়? এক বিদ্যূৎ সংকটে তো দেশবাসীর অবস্থা নাকাল, ভোগান্তির কিছু বাকি নাই! এই অবস্থায় বিরাট লটবহরসহ ওমরাহ পালনের মাহাত্ন্য কি? এইগুলান কি ব্যক্তিগত খরচে হয়?নিশ্চয়ই না। এবছর সরকারীভাবে হজ্ব দেয়ার খরচ আমার জানা মতে ২ লাখ ২০ হাজার টাকা। সেই হিসেবে, আমাদের ত্রিশোর্ধ সদস্যের ওমরাহ লটবহরের কতো খরচা হয়েছে আন্দাজ করা তো কঠিন না।

তাছাড়া, এসব ভিআইপি, যাদের কখনো কারেন্ট যাওয়ার সমস্যা পায়না( ভিআইপিদের বাড়িতে কারেন্ট গেলে তো মনে হয় সংশ্লিষ্ট কর্মচারীদের চাকুরী বাকুরী কিছু থাকার কথা না), রাস্তাঘাটে যানজটের দূর্ভোগ পোহাতে হয়না, দ্রব্যমূল্য তাদের ছোঁয়না,..ইত্যাদি সুবিধাপ্রাপ্ত আমাদের ভিআইপিরা কি নূন্যতম মূল্যের ওমরাহ পালন করেন? আমার মনে হয়না। তারা নিসশ্চয়ই ভিআইপি ষ্টাইলে ওমরাহ পালন করেন। দেশকে এই পরিস্থিতিতে রেখে ওমরাহ পালন করে কি হয়, দোয়া-খায়ের করে মক্কা মদীনার কুদরতি শক্তিতে কি বিদ্যূৎ সংকট ঠিক হয়ে যাবে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.