আমাদের কথা খুঁজে নিন

   

আবারো সংঘর্ষ, আহত ৩, বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা।



আবারো সংঘর্ষ বাঁধিয়েছে ছাত্রলীগ। এবার প্রতিষ্ঠাবার্ষিতীতে তারা এ সংঘর্ষ চালায়। এতে করে আহত হয়েছে তিন জন। আহত সবাই ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী। আজ ছিল বাংলাদেশ ছাত্রলীগ এর ৬৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করে। সকাল ১১ টায় অপরাজেয় বাংলায় উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করতে এসে ধানমন্ডি শাখা ছাত্রলীগের সাথে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা কর্মীদের মাঝে ব্যাপক সংষর্ঘ বাঁধে। এসময় গুরুতর আহত হন অন্তত ৩ জন। জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে তারা এ সংঘর্ষ বাঁধিয়েছে। কেবলমাত্র সংঘর্ষই নয়।

এসময় মহসিন হল শাখা ছাত্রলীগের সাথে ঢাকা কলেজ ছাত্রলীগ এবং সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে গাজিপুর শাখা ছাত্রলীগের একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটে। সাধারন কর্মীরা জানায়, কেন্দ্রীয় নেতৃবৃন্দ হস্তক্ষেপ না করলে আজ বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।