মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্পেক্ট্রা সোয়েটারের তৈরি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক এ সড়ক অবরোধে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগাস্ট মাসের বেতন পরিশোধের দাবিতে স্পেক্ট্রা গার্মেন্টের শ্রমিকেরা কারখানা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পাশের সড়কে অবস্থান নেন।
অবরোধের সময় যানজট তীব্র আকার ধারণ করে। পরে স্থানীয় পরিবহন শ্রমিকরা পোশাক শ্রমিকদের ধাওয়া দিলে তারা নানাদিকে ছুটোছুটি করে সেখান থেকে চলে যায়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম সড়ক অবরোধের কথা স্বীকার করে জানান, বিক্ষুদ্ধ শ্রমিকরা কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।