আমাদের কথা খুঁজে নিন

   

‘বেতনের অতিরিক্ত সুবিধা নগদ টাকায় নয়’

এক্ষেত্রে কর্মকর্তাদের শিক্ষার বিভিন্ন উপকরণ দেয়ার পাশাপাশি তাদের জন্য দুর্ঘটনা, স্বাস্থ্যসহ বিভিন্ন বীমা চালু করা যেতে পারে বলে অভিমত দিয়েছেন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিশনের তৃতীয় সভা শেষে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, “আমরা সরকারি কর্মকর্তাদের কাছ থেকে সর্বোচ্চ কর্মদক্ষতার প্রয়োগ দেখতে চাই। ”
“কিন্তু এজন্য তাদের উপযুক্ত বেতনভাতা ও অতিরিক্ত সুবিধাদি দিতে হয়। সমস্যা হচ্ছে অতিরিক্ত সুবিধাদি দিতে গেলে মূল্যস্ফীতি বেড়ে যায়। ”
তিনি বলেন, এটা যাতে না হয় সেজন্য বেতনভাতার অতিরিক্ত সুবিধাদি নগদ টাকায় না দিয়ে অন্য কোনো উপায়ে দেয়া যায় কী না সে ব্যাপারে কমিশন চিন্তাভাবনা করছে।


আসন্ন বাজেটের আগে কমিশন কোনো প্রতিবেদন দেবে না বলেও জানান ফরাসউদ্দিন।
ফরাসউদ্দিন বলেন, “এই কমিশনের মেয়াদ শেষ হবে ১৭ জুন। সরকারের কাছে আমরা মেয়াদ ৬ মাস বাড়ানোর আবেদন করেছি। আগামী বিজয় দিবসের আগে একটা রিপোর্ট দিতে চাই। ”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সভায় অংশ নেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.