বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে মোকাবেলায় নিজেদের জোটের সম্প্রসারণের জন্য দলের নীতি-নির্ধারকদের এই তাগিদ দিয়েছেন তিনি।
সুরঞ্জিত বলেছেন, “সমস্ত প্রগতিশীল-গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে মহাজোটকে ঐক্যবদ্ধ করতে হবে। মহাজোটকে সম্প্রসারিত করতে হবে। তাহলেই তারা (বিরোধী জোট) পরাজিত হবে। ”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ১৪ দলীয় জোটের বাইরে এখন জাতীয় পার্টিসহ কয়েকটি দল রয়েছে।
এক সময় মহাজোটে থাকলেও এখন বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোটের পরিসর বাড়িয়ে গত বছর ১৮ দলীয় জোট গঠিত হয়। মহাজোটে এক সময়ে থাকা বিকল্পধারার সঙ্গেও তাদের নৈকট্য তৈরি হয়েছে।
মুক্তিযুদ্ধের সংগঠক বেলাল মোহাম্মদ স্মরণে মঙ্গলবার পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভায় জোট সম্প্রসারণের বিষয়ে কথা বলেন সংসদ সদস্য সুরঞ্জিত।
“সময় যত এগিয়ে আসছে সাংবিধানিকভাবে নির্বাচনের দিন ঘনিয়ে আসছে।
আলোচনার পথ ক্ষীণতর হচ্ছে, সমঝোতার পথ বন্ধ হয়ে যাচ্ছে। ”
“যত দিন যাচ্ছে জঙ্গিবাদী, উগ্রবাদী, সাম্প্রদায়িক, স্বৈরাচারী শক্তি একতাবদ্ধ হচ্ছে। পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হয়ে তারা আস্ফালন করছে। কিন্তু তাদের বিপরীত শক্তিগুলো এখনো ঐক্যবদ্ধ হচ্ছে না,” হতাশা প্রকাশ করেন বর্ষীয়ান এই রাজনীতিক।
দলের নেতাদের সতর্ক করে সুরঞ্জিত বলেন, “অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে তা কারোর জন্যই মঙ্গল হবে না।
আশা করি নেতৃত্ব এ বিষয়টি অনুধাবন করবেন। ”
সুরঞ্জিতের দেরি
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এই কর্মসূচি বেলা ১১টায় হওয়ার ঘোষণা ছিল। নির্দিষ্ট সময় অনুযায়ী সাংবাদিকরাও উপস্থিত হন।
কিন্তু প্রধান অতিথি সুরঞ্জিত অনুষ্ঠানস্থলে পৌঁছান পৌনে ২টার দিকে। তার পৌঁছানোর দেরিতে বেশ কয়েকজন সাংবাদিক অনুষ্ঠান ছেড়ে চলে যান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সাংবাদিক কামাল লোহানী, অভিনেতা এটিএম শামসুজ্জামান, কৃষক লীগের সহসভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।