রাজনীতিবীদদের ঘৃণা করি---
আমার আমিকে
সেই কবে হারিয়ে ফেলেছি,
যেদিন ছোট্ট চিরকুটে লিখে দিয়েছিলে-
আমাকে ভুলে যাও, কষ্ট নিওনা!
কি আশ্চর্য !
তোমার সব কথাই রেখেছি আমি
সবসময়।
শুধু রাখতে পারিনি একটা কথা-
ভুলে যায়নি তোমাকে।
বিশ্বাস করবে কি না জানিনা,
কত যে চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে,
বহুবার,বহুবার।
তোমার স্মৃতিগুলো আরো বেশি জোরে
আকঁড়ে ধরছে আমাকে-
অক্টোপাসের মত।
মনে পড়ে কি তোমার-
কি দুরন্ত টান ছিল
একে অপরের প্রতি!
একদিন দেখা না হলে-
কাঁদতে তুমি,
বলতে," মরে যাব, সত্যি, সত্যি, সত্যি"
সেই তুমি দিব্যি কাটিয়ে দিলে আমিহীন ২০ টি বছর!
আর আমি?
তোমাদের পাড়ায় হাঁটতে হাঁটতে
বাটা'র স্যান্ডেল ক্ষয় করে ফেলেছিলাম,
তোমাদের অট্টালিকার দিকে মাথা উচুঁ করে
হাঁটতে হাঁটতে মাখাটাই ঊর্ধ্বমুখী
হয়ে গিয়েছিল।
কি হাসছ তুমি- এই কথা পড়ে?
সত্যি বলছি,এখনও ব্যথা করে মাথা আর মেরুদন্ডের সংযোগস্হলে!
কতদিন কেটে গেল, তাইনা?
ওহ্! আমার আমিকে কেন হারিয়ে ফেলেছি-
বলাইতো হলনা তোমাকে।
আমার নিজের অস্তিত্ব বলে আজ আর কিছু নেই,
আমিতো বাস করি তোমার মাঝে-
যেখানে দুঃখ পাওয়া যায়
একটা কিনলে একটা ফ্রি এর মত।
কেদোঁনা-
তুমি কেন কাঁদছ!?
বছরের পর বছর ধরে গড়ে উঠা কষ্টের পর্বত
আজ পর্বতমালায় রূপ নিয়েছে।
তুমি কেন কাঁদবে, আমাকে পারলে আরও কিছু কষ্ট দিয়ে যাও
দুঃখের শৃঙ্গকে আরও উচুঁ করি।
দু'টো লাইন মনে আসছে, শুনবে?
" আমার কষ্টের ঘুড়ি আকাশে গোত্তা খাচ্ছে
কারণ সুখের নাটাই তোমার হাতে।
"
আর শুনে খুশি হবে-
আমার দুঃখের টমটম গাড়িটা
নতুন করে মেরামত করেছি;
তাইতো এটা ছুটছে
বলগা হরিণের চেয়েও দ্রুত।
ভাল থাক, সুখে থাক।
তোমার কষ্টগুলো আমার আচ্ছাদন
হয়ে থাক, আমৃত্যু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।