সবাইকে নূতন বছরের শুভেচ্ছা।
অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষনা করা হলো। মাশরাফি ইনজ্যুরড হওয়ায় আকাঙ্খিত সাকিবই অধিনায়ক হলো। আর নূতন বছরের চমক হিসেবে সহ অধিনায়ক করা হয়েছে তামিমকে। তবে বড় খবর হলো দুজনকেই মোটামুটি লম্বা সময়ের জন্য (পুরো ২০১১ সাল) দায়িত্ব দেয়া।
কোন ধরনের ক্রিকেটেই কখনো অধিনায়ক/সহ অধিনায়কের দায়িত্ব পালন না করা তামিম এর জন্য জাতীয় দলের সহ অধিনায়ক হওয়াটা এক ধরণের চ্যালেঞ্জ। আশা করি এ দায়িত্ব তার সহজাত ব্যাটিং এ কোন খারাপ প্রভাব ফেলবেনা।
অভিনন্দন সাকিব। অভিনন্দন নূতন সহ অধিনায়ক তামিম। তোমাদের নেতৃত্বে নূতন বছর সাফল্যের সাথেই কাটাক টাইগার বাহিনী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।