রাষ্ট্রপতির কাছে সম্পদের বিবরণী জমা দিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। দেশের ইতিহাসে এ বি এম খায়রুল হক প্রথম প্রধান বিচারপতি যিনি তাঁর সম্পদের হিসাব সরকারের কাছে জমা দিলেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার রাষ্ট্রপতির বরাবরে এ হিসাব জমা দেন।
রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম বলেন, সন্ধ্যার পরপরই হিসাব বিবরণীটি রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এদিকে তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘প্রধান বিচারপতি সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ায় আমি অত্যন্ত খুশি ও আনন্দিত। সবারই তাঁর পদাঙ্ক অনুসরণ করা উচিত। সরকারের সাংবিধানিক পদে যাঁরা আসীন থাকবেন বা আছেন, স্বচ্ছতার খাতিরে তাঁদের সম্পদের বিবরণী জমা দেওয়া উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।