আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন ?

শিক্ষাতে নয়, শিক্ষতে চাই। ইসমাইল সিরাজীঃ একাত্তরে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় আজ ঘোষণা করা হবে। বুধবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করে। এর আগে গত ২৯ জানুয়ারি মামলার যুক্তিতর্ক শেষ করে যেকোনো দিন রায় দেয়া হবে মর্মে (সিএভি) রেখে দেয়া হয়। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, গণহত্যা, ধর্ষণ ও এ ধরনের অপরাধে সাহায্য ও জড়িত থাকার ঘটনায় ২০টি অভিযোগ আনা হয় সাঈদীর বিরুদ্ধে।

কিন্তু আদালত ১৯টি অভিযোগ আমলে নিয়ে আদেশ দিবে ট্রাইব্যুনাল। সাইদীর রায়ের অপেক্ষায় পুরো জাতি। সাইদীর ভাগ্যে কি আছে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। তবে এ রায় নিয়ে খুশি থাকতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২০০৯ সালের নির্বাচনী ইশতিয়ার পূরণ করার চেষ্টা করছে দলটি।

রায় সম্পর্কে আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম টাইমস ওয়াল্ডকে জানায়, সরকার চায় সাইদীর রায় জনতার প্রত্যাশার প্রতিফলন ঘটুক তবে তিনি আবারো দাবি করলেন ট্রাইব্যুনাল স্বাধীন ভাবে এ বিচার কাজ পরিচালনা করছে। মুক্তিযোদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবঃ ক্যাপ্টেন তাজুল ইসলাম টাইমস ওয়াল্ডকে বলেন, জাতি চায় সাইদীর ফাঁসি হোক। সাইদীর বিরুদ্ধে ১৯ অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে করে ট্রাইব্যুনাল তাকে সর্বচ্চো শাস্তি দেয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হায়দার আলী টাইমস ওয়াল্ডকে জানায়, সাইদীর বিরুদ্ধে আনা ২০ টি অভিযোগের মধ্যে ১৯টি অভিযোগের বিরুদ্ধে সাক্ষ্য ও দালিলিক প্রমাণ দিয়ে তারা অভিযোগ প্রমাণ করতে পেরেছি।

বাকী একটি অভিযোগের বিরুদ্ধে শুধু দালিলিক প্রমাণ দেয়া হয়েছে। এসব তথ্য প্রমাণের পর সর্বোচ্চ শাস্তি দেয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেছবাহউদ্দিন টাইমস ওয়াল্ডকে জানায়,হরতালে রায় ঘোষণায় কোন প্রকার পরবে না। তিনি আশা প্রকাশ করে বলেন সাইদীর রায় সর্বোচ্চ সাঁজা হবে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান টাইমস ওয়াল্ডকে জানায়, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রয়েছে।

সুতরাং এখানে এসব অপরাধীদের ক্ষেত্রে মৃত্যুদন্ডের বাইরে অন্য কোন শাস্তি হতে পারে না। আমরা আশা করবো ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি দিবে। অন্যদিকে গণ জাগরণ মঞ্চের নেতৃত্বকারী ব্লগার ইমরান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্দেশে মতিঝিলের গণজাগরণ সমাবেশ থেকে বলেন, আপনারা নিরপেক্ষভাবে বিচার চালিয়ে যান। আপনারা জামায়াত-শিবিরের নৈরাজ্যকে ভয় করবেন না। আপনাদের পাশে ১৬ কোটি মানুষ আছে।

আমরা বিশ্বাস করি, একাত্তরের খুনী-হায়েনাদের শাস্তি যাবজ্জীবন হতে পারে না। আমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি। রাতে আমরা প্রজন্ম চত্বরে অবস্থান করব। আজ বৃহস্পতিবার ফাঁসির রায় নিয়ে বাড়ি ফিরব। উৎসব করব।

তিনি বলেন, আমরা ২৪ দিন আন্দোলন করেছি কিন্তু ট্রাইব্যুনালকে চাপ দেইনি। তিনি বলেন, স্পীকারের কাছে যে ছয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে সে ছয় দফা বাস্তবায়ন না হলে ঘরে ফিরব না। উল্লেখ্য, একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। পরে গত ৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজীবন কারাদণ্ড দেন একই ট্রাইব্যুনাল। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন জামায়াত নেতা সাইদীর ফাঁসির রায়ে সারা দেশ একটি নৈরাজ্য, সহিংসতার দিকে চলে যাবে।

তারা মনে করেন সরকারের উচিৎ নৈরাজ্য প্রতিরোধের ক্ষমতা অর্জন করেই এই রায় ঘোষণা করা হোক। টাইমস ওয়ার্ল্ড ২৪.কম/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.