আমাদের কথা খুঁজে নিন

   

মুরসির ৫২৯ জন সমর্থকের মৃত্যুদণ্ড

মিসরের একটি আদালত দেশটির ক্ষমতাচু্ত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৫২৯ জন সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে। হত্যাসহ বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাদেরকে এ সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত সবাই নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের সদস্য। আজ সোমবার এই রায় দেয়া হয়।

 

মুসলিম ব্রাদারহুডের আইনজীবী বলেন “আদালত ৫২৯ জন অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ও ১৬ জনকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।

'' দণ্ডপ্রাপ্তরা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে বলে জানান তিনি। রায় ঘোষণার সময় বিবাদীপক্ষের মাত্র ১২৩ জন উপস্থিত ছিলেন। বাকীরা হয় জামিনে না হয় পলাতক আছেন।

 

২০১৩ সালের জুলাইয়ে ব্যাপক জনরোষের পর মিসরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ইসলামপন্থি নেতা মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী।

 

এরপর থেকেই মুরসিকে ক্ষমতায় পুনর্বহাল করার দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলে মুরসির দল মুসলিম ব্রাদারহুড।

রাজধানী কায়রোর দুটি জায়গায় অবস্থান নিয়ে রক্তক্ষয়ী আন্দোলন শুরু করে তারা।

 

আন্দোলন দমনে ২০১৩ সালের ১৪ অগাস্ট ব্রাদারহুড কর্মীদের অবস্থানস্থলে অভিযান চালায় মিসরের নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে গোষ্ঠীটির কয়েকশ’ সদস্য নিহত হন। আর হাজার হাজার ব্রাদারহুড কর্মীকে গ্রেপ্তার করা হয়।

 

এই সহিংসতার জের ধরে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্রাদারহুড সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়।

সোমবার মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অধিকাংশকেই ওই সংঘর্ষ চলাকালে গ্রেপ্তার করা হয়।

 

পরবর্তী সময়ে মুসলিম ব্রাদারহুডকে “সন্ত্রাসী” সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করে দেশটির সরকার। বিপরীতে নিজেদের শান্তিপূর্ণ আন্দোলনকারী সংগঠন হিসেবে দাবি করেছে ব্রাদারহুড।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.