আমাদের কথা খুঁজে নিন

   

বিমানবন্দর নির্মাণ নিয়ে মুন্সীগঞ্জের জনগনের বিক্ষোভকে গুরুত্ব দেয়া উচিত

পিনপতন নিস্তধ্বতা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ও শেখ মুজিব সিটি নির্মাণের পক্ষে-বিপক্ষে গত ২৭ ডিসেম্বর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিলো ঢাকা-মাওয়া মহাসড়ক। মুন্সীগঞ্জের শ্রীনগর, ঢাকার দোহার ও নবাবগঞ্জের আড়িয়ল বিলবাসী সকাল থেকে দুপুর পর্যন্ত অবরোধ, মিছিল, সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন। শ্রীনগর উপজেলার হাষাড়া এলাকায় মহাসড়কে আড়িয়ল বিলের ৩০ হাজারের বেশি মানুষ বিমানবন্দর ও সিটি নির্মাণের বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করেন। অন্যদিকে শ্রীনগরের ছনবাড়ী ও সিরাজদিখান উপজেলার নিমতলী এলাকায় নির্মাণের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করা হয়। ঐদিন সকাল ৯টা থেকে মহাসড়কে অচলাবস্থা নেমে আসে।

দীর্ঘ পাঁচ ঘণ্টা অচল হয়ে থাকে ঢাকা-মাওয়া মহাসড়ক। এদিকে শ্রীনগর উপজেলার সদর বাজার থেকে বিমানবন্দর নির্মাণের দাবিতে বেলা ১১টার দিকে 'সচেতন নাগরিক' ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি মহাসড়কের ছনবাড়ীতে এসে শেষ হয়। এতে দুই হাজারের বেশি মানুষ বিমানবন্দর ও সিটি নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখান। যেহেতু কয়েকদিন আগের খবরে প্রকাশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই বিমানবন্দর নির্মানের কাজ তদারক করছেন তাই এই ধরনের জনরোষের ফলে ব্যপারটি খতিয়ে তারপর বিমানবন্দর নির্মানের প্রক্রিয়া শুরু করা উচিত।

নয়তো হিতে বিপরীত হতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.