আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় কবিতা গুলির একটি



নীরেন্দ্রনাথ চত্রবর্তী'র এই কবিতাটি আমার খুবই প্রিয়, তাই সবার সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারছি না ! মন, তুমি কোন দিকে চেয়ো না, চেয়ো না। অনেক ঠকেছ তুমি, তবু সাবধানে পারো না থাকতে। নীল নয়নের টানে শুধুই তো সুধা নেই, কিছু নীল বিষ রয়েছে লুকোনো। মন, এখানে-ওখানে যা-কিছু সোনালি দ্যাখো তা-ই নয় সোনা, খানিকটা সোনা তার, খানিক পালিশ। মন, তুমি কোন দিকে চেয়ো না, চেয়ো না। মন তুমি কোন দিকে যেয়ো না, যেয়ো না। কোথায় সোনার দ্বীপ ! ঢেউ ভেঙ্গে পড়ে চারদিকে শুধু ; মন, এই জল ঝড়ে পথের প্রখর নেশা হারিয়ে গেলেই নিবু-নিবু আলো লেগে ঢেউয়ের শিখরে যে সোনা ঠিকরে ওঠে তা-ই খাঁটি সোনা, তা ছাড়া কোথাও কিছু নেই, কিছু নেই। মন, তুমি কোন দিকে যেয়ো না যেয়ো না। ২৮জৈষ্ঠ,১৩৫৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.