আমাদের কথা খুঁজে নিন

   

অস্ট্রেলিয়ার বিপরীতে বাংলাদেশ না বাংলাদেশর বিপরীতে অস্ট্রেলিয়া !!!



অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বছরের একেবারে শেষ দিকেও। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে জরিমানা গুনেছেন রিকি পন্টিং। ক্রিকেটে এমনটি আগে যে ঘটেনি, তা নয়। তবে ঘটে থাকলেও এ ঘটনার আলাদা একটা মাহাত্ম্য (!) আছে। পন্টিং এমন কাণ্ড ঘটিয়েছেন যখন তাঁর দল প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানে অল আউট হয়ে সিরিজ হারের শঙ্কার মুখে দাঁড়িয়ে।

ম্যাচের তখন মাত্র দ্বিতীয় দিন! বাংলাদেশের দুর্দিনে অস্ট্রেলিয়ারই ডেভিড হুকস 'আবিষ্কার' করেছিলেন খালেদ মাহমুদের দলকে দুই দিনে টেস্ট ম্যাচ হারানোর ফর্মুলা। সেই ফর্মুলায় অস্ট্রেলিয়াকে হারানোর দিনও কি এসে গেল? অস্ট্রেলীয়দের অস্বস্তিতে ফেলার মতো প্রশ্নটা শুনলে স্বর্গে বসেও হুকস নিশ্চয়ই বিব্রত হবেন! একই সময়ে বাংলাদেশের পারফরম্যান্স তাঁর মনোকষ্ট নির্ঘাত আরো বাড়াবে। এ বছর ইংল্যান্ডে গিয়ে স্ট্রাউসদের বিপক্ষে ওয়ানডে জিতেছে বাংলাদেশ। দেশে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ডকে। অনেক দিন ধরেই র‌্যাংকিংয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এ বছর ওয়ানডের সেরা পাঁচ বোলারের তিনজনই বাংলাদেশের। অস্ট্রেলিয়ার চরম দুর্দিনে বাংলাদেশের জন্য কত কত স্বস্তির খবর! ডেভিড হুকস নিশ্চয়ই বুঝতে পারছেন, 'চিরদিন কাহারও সমান নাহি যায়...!' ক.ক.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.