প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা
বিডিস্পোর্টসনিউজ ডেস্কঃ
ম্যাচটিকে বলা হয়েছিলো "মিনি গ্রান্ড ফাইনাল" আর তাতে জিতলো ভারত অস্ট্রেলিয়াকে ১৯ বছর পর সেমিফাইনালের আগেই বিদায় করে দিয়ে।
টসে জিতে অসি অধিনায়ক রিকি পন্টিং ব্যাটিং নেন। ভারতীয় বোলারদের আটসাট বোলিংয়ের সামনে বেশী সুবিধা করতে না পারলেও রিকি পন্টিংয়ের ১১৮ বলে ১০৪, ব্র্যাড হাডিনের ৬২ বলে ৫৩ এবং শেষে ডেভিড হাসির অপরাজিত ২৬ বলে ৩৮ রানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৬০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় অস্ট্রেলিয়া।
আশ্বিন, যুবরাজ এবং জহির খান প্রত্যেকে নেন ২ টি করে উইকেট।
জবাবে ভারতকে পুরোটা সময় চাপের মুখে রাখলেও নিজেদের পরিচিত কন্ডিশন এবং সমর্থকদের বিরামহীন সমর্থনের পুরো সুবিধা তুলে নিয়ে ৫ উইকেটে ম্যাচ জিতে সেমি ফাইনালে চলে যায় ভারত।
টেন্ডুলকারের ৫৩ রান এবং গম্ভীরের ৫০ রানের পরও ১৮৭ রানে ৫ উইকেট পরে গেলে ম্যাচ হেরে যাবার শঙ্কায় পরে যায় তারা। কিন্তু সেখান থেকে যুবরাজ-রায়নার ৭৪ রানের জুটি ৪৭.৪ ওভারে ২৬১ রান করে ভারতকে পরিস্কার জয় এনে দেয়। যুবরাজ ৫৭ এবং রায়না ৩৪ রানে অপরাজিত থাকেন।
আগামী বুধবার মোহালিতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত।
----------------------------------------------------------------------------------
বিশ্বকাপ উপলক্ষ্যে সামহোয়ারইনব্লগ এবং বিডিস্পোর্টসনিউজডটকম এর যৌথ উদ্যোগে এই লাইভ নিউজ প্রচার করা হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।