আমাদের কথা খুঁজে নিন

   

অস্ট্রেলিয়ার মেয়েদের শিরোপা জয়

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১০৫ রান করে ইংল্যান্ড। জবাবে ১৫ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ রানে উদ্বোধনী জুটি ফিরে গেলেও তৃতীয় উইকেটে এলিস পেরির সঙ্গে মেগ লেনিংয়ের ৬১ রানের জুটির সৌজন্যে সহজ জয়ের দিকে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

এর আগে প্রথম আসরের রানার্সআপদের ভালো সূচনা এনে দিয়েছিলেন শার্লট অ্যাডওয়ার্ডস (১৩), সারাহ টেইলর (১৮) ও হিদার নাইট (২৯)।

এক সময়ে গত আসরের রানার্সআপ দলটির সংগ্রহ ছিল ৫৫/১। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় কোনোমতে একশ পার হয় দলটির সংগ্রহ।

১৬ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার সারাহ কয়টে। এছাড়া দুটি করে উইকেট নেন এলিস পেরি ও রেনে ফারেল।
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.