মা বাবার সেবা করা সবচেয়ে বড় ইবাদত
ব্লগে অনেক লিখা দেখাযায় কেহ হাসিনা, কেহ খালেদা, কেহ এরশাদ, কেহ নিজামী................................
কিন্তু আমাদের দেশে এমন কিছু আছে যা সারা পৃথিবীর মানুষের মন জয় করেছে। যেমন আমাদের তাঁত শিল্প।
এই ঐতিহ্য বাহী শিল্পটি আজ হারিয়ে যেতে বসেছে, আমাদের চোখের সামনে। আমাদের এলাকায় তাতশিল্প নেই বল্লেই চলে। তবু যদি কারো তাত মিল দেখার ইচ্ছা যাগে যেতে হবে কমপক্ষে ২০ কিঃ মিঃ পশ্চিমে।
সেখানেও তেমন ভাল মানের তাত শিল্প গড়ে উঠেনি। মাঝে মাঝে আমি যেতাম সিরাজগন্জ, এক দিন আমার সেই সুভাগ্য হয়েছিল তাত মিল দেখার। তাতীরা কি করে হাতে ভুনে এত সুন্দর কাপড়। প্রথম আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কি করে তা সম্ভব?
আসলে তাতীদের হাতে আছে এক যাদু যা দিয়ে সব-ই সম্ভব।
ছোট্ট ছোট্ট তাতমিল ২/৪/৫ জন তাঁতী ছক ছক শব্দ যেন এক অপূর্ব সুন্দর্য।
এই সুন্দর শিল্পটাকে হারিয়ে যেতে দেওয়া যায়না, আমরা সকলে এগিয়ে আসলে সবই সম্ভব। মৃত প্রায় এই শিল্পটাকে জাগিয়ে তুলা সম্ভব।
যাদের আসেপাশে তাঁত আছে অনূগ্রহ করে আপনারা একটু ছবি সহ একটা বিস্তারিত ব্লগ লিখুন
১)কিভাবে শুরু করা যায় তাঁত মিল?
২) মেশিন পত্র কোথায় পাওয়া যায় ?
৩) কেমন দাম পরে?
৪) কাঁচামাল ইত্যাদি ইত্যাদি.........................................
তাঁত শিল্প নিয়ে একটি বিস্তারিত পোষ্ট এর আশায়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।