আমাদের কথা খুঁজে নিন

   

পাবনা থেকে ঘুরে আসা, তাঁত শিল্প নিয়ে আমার তোলা কিছু ছবি

আমার লিখতে ভাল লাগে এবং নতুন নতুন বিষয় নিয়ে ভাবতে ভাল লাগে। আমরা বাঙ্গালী আর বাঙ্গালীদের একটা ঐতিহ্য আছে সেটা হল তাঁত শিল্প। এই তাঁত শিল্পের মাধ্যমে অনেকে জীবিকা নির্বাহ করে থাকে। আমার দেখা পাবনা জেলায় বেশ কয়েকটি জায়গায় যেমন, বেড়া, শাহাজাতপুর, কাশিনাথপুর, সুজানগর ও বাদেরহাট হাট গ্রামে তারা অনেকে তাতঁ শিল্পকে পেশা হিসেবে বেছে নিয়ে আমাদের ঐতিহ্যকে এখনো ধরে রেখেছে। তাঁত শিল্পের মাধ্যমে অনেক কিছু তৈরি করা হয় যেমনঃ লুংগি, শাঁড়ি, গামছা ইত্যাদি। তাঁতিদের নিয়ে তোলা আমার কিছু ছবি...................................নিচের ছবি গুলো পাবনা জেলার কাশিনাথপুর থানার বাদেরহাট গ্রাম থেকে উঠানো হয়েছে। [img|http://media.somewhereinblog.net/images/thumbs/Sharminrocks_1308640660_1-DSC02889.JPG4.JPG এগুলোকে সুতির লাটাই বলা হয় সুতার লাটাইয়ের কাজ শেষ করে চকায় ঘুরাচ্ছে মাঝারি ধরনের কাঠের চরকায় সুতা কাটছে বাঁশের বড় চরকায় বিভিন্ন রকমের সুতা দিয়ে সুতা কাটছে সুতা প্রসেসিং করার পর ইলেক্ট্রিক মেশিনে স্টার্ট ইলেক্ট্রিক মেশিন দিয়ে লুঙ্গি তৈরি করছে একজন তাঁতির সাথে ওঠা আমার ছবি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.